<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৫ সাল। বিশ্ব বিনোদন অঙ্গনে নানান কারণে বছরটি ছিল বেশ ঘটনাবহুল। যেমন ছিল সাফল্যের, তেমনটাই ছিলো বিষাদের। প্রেম, ভালোবাসা, বিচ্ছেদের গল্পে এ বছরও আলোচনায় ছিলেন অনেক তারকা জুটি। কেউ কেউ শুরু করেছেন নতুন জীবন, কারো ভেঙেছে ঘর-সংসার। প্রতি বছরের মতো এ বছরও ঘর ভেঙেছে বিনোদন দুনিয়ার একাধিক তারকার। একবুক বিষাদ নিয়ে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অনেক জুটি। মিডিয়ায় আলোচনায় উঠে আসে তাদের বিচ্ছেদ। চলুন দেখে নেয়া যাক বছরের আলোচিত বিচ্ছেদের কিছু জুটিকে।</span></span></span></span></p> <p><img alt="4" height="225" src="https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024November/ar-rahman-with-wife-20241129170217.jpg" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>সায়রা-রহমান</strong><br /> বছরের একেবারে শেষদিকে ১৯ নভেম্বর হঠাৎই অস্কারজয়ী এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিবাহবিচ্ছেদের খবরটি। বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনীদের। এ প্রেমের গুঞ্জনকে মোহিনী, সায়রা ও রহমান তিনজনই মিথ্যা বলেছেন। এদিকে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা সোশ্যাল মিডিয়ায় জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে।</span></span></span></span></p> <p><img alt="5" height="267" src="https://assets.telegraphindia.com/abp/2022/Nov/1668180207_sania.jpg" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>সানিয়া-শোয়েব</strong><br /> ২০২৪ সালের একেবারে শুরুতে হঠাৎই সংবাদমাধ্যমে ফাঁস হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ। প্রথমে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন শোয়েব। ২০ জানুয়ারি পাকিস্তানি টেলিভিশনে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা জানতে আগ্রহী হয়ে ওঠে সানিয়া ও শোয়েবের বিয়ের পরিণতি সম্পর্কে। আর তখনই সানিয়ার বোন আনাম মির্জা চলতি বছর ২১ জানুয়ারি ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে জানান, শোয়েব আর সানিয়ার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে।</span></span></span></span></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>আরো পড়ুন</strong></span></span></span></span> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><img alt="নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734863373-5b1dd4a5d44c79f5e57c2f0b1c6b8267.jpg" width="100" /></span></span></span></span></div> <div class="col-8 col-md-9"> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’</span></span></span></span></p> </div> </div> </div> <span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460136" target="_blank"> </a></span></span></span></span> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734855056-6ac1e9cadc500f44da5c4a3019cdf6ee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460100" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেরা দশ সিনেমার তালিকা প্রকাশ করলেন ওবামা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734842318-3539bd7fe8e5a05f96c3cbd4cdea7eba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেরা দশ সিনেমার তালিকা প্রকাশ করলেন ওবামা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460054" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p><img alt="4" height="267" src="https://assets.telegraphindia.com/abp/2024/May/1716551494_hardik.jpg" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>হার্দিক-নাতাশা </strong><br /> বলিউডের নৃত্যশিল্পী তথা মডেল নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পাণ্ডিয়ার বিয়েটা প্রেমের বিয়েই ছিল। ২০২০ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন দুজন। তবে বিয়ের ৪ বছর পর হঠাৎ দুজনে সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেন। এ বছর তাদের বিচ্ছেদ সকলকে চমকে দেয়। ভক্তরাও হতবাক হয়ে যান। ২০২৪ সালের জুলাইয়ে তারকা দম্পতি একে অপরকে ছেড়ে যাওয়ার ঘোষণা করেন। তাদের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তির গুঞ্জন ছিল। যেটি পরে সত্য প্রমাণিত হয়। এই বিচ্ছেদের পরই তাদের ব্যক্তিগত জীবন বেশ নাটকীয় হয়ে ওঠে।</span></span></span></span></p> <p><img alt="5" height="225" src="https://d2u0ktu8omkpf6.cloudfront.net/e74c685d056af106b6e864b1dc3ccc7d135db9e1f8cbf6ee.jpg" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>এশা-ভরত</strong><br /> ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়। তবে তাদের সুখের সংসারে হঠাৎই ভাঙনের সুর ওঠে চলতি বছর ৬ ফেব্রুয়ারি। ওইদিন একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে ভরত কিছু না জানালেও সংবাদমাধ্যমে এশা জানান, শাশুড়ির অসংখ্য আদেশ, নিষেধ মেনে এতদিন সংসার করেছেন। তবে এবার তার আদেশ, নিষেধ চরমে পৌঁছায়, যে কারণে সংসার আর টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী।</span></span></span></span></p> <p><img alt="5" height="225" src="https://dainikamadershomoy.com/_cdn/images/large/2024/02/19/news_1708322282168.webp" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>মাহি-রাকিব</strong><br /> চলতি বছরের একেবারে শুরুতে ডিভোর্সের ঘোষণা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের  ব্যবসায়ী মহম্মদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। এ সম্পর্ক ২০২১ সালে ভেঙে দিয়ে সে বছরই ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎই চলতি বছর ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।</span></span></span></span></p> <p><img alt="5" height="233" src="https://www.rupalibangladesh.com/media/imgAll/2024August/image1200x67566ddc20028e3c-20240908155402.jpg" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>দীপঙ্কর দীপন-সংযুক্তা মিশু</strong><br /> মাত্র তিন মাস আগে জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপন ও সংযুক্তা মিশুরও বিবাহবিচ্ছেদ ঘটে এ বছর। নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করে হঠাৎই ফেসবুকে নির্মাতা জানান, পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে বিবাহবিচ্ছেদ করেছেন তিনি। ২০১৪ সালের ৩০ মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংযুক্তা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন কর্মকর্তা। এক নায়িকার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। এরপর থেকেই দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন। চলতি বছর সে সম্পর্কের সম্পূর্ণ ইতি টানেন এ জুটি।</span></span></span></span></p> <p><img alt="5" height="389" src="https://akm-img-a-in.tosshub.com/lingo/styles/medium_crop_simple/public/images/story/202402/22384176_538298396502865_5252022055459274353_o.jpg?h=a5f72dad" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>পিঙ্কি-কাঞ্চন</strong><br /> সংসার আগে ভেঙে গেলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে ১০ জানুয়ারি বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে হাঁটেন টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। পিঙ্কির অভিযোগ ছিল, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া রয়েছে কাঞ্চনের। এ অভিযোগকে সত্যি প্রমাণ করে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন।</span></span></span></span></p> <p><img alt="5" height="267" src="https://variety.com/wp-content/uploads/2024/08/affleck-lopez-2022.jpg?w=1000&h=667&crop=1" width="400" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><strong>জেনিফার-বেন অ্যাফ্লেক</strong><br /> মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সঙ্গে গায়িকা জেনিফার লোপেজের বিচ্ছেদও হয়েছে এ বছর। এ জুটি প্রথম প্রেমের সম্পর্কে জড়ান ২০০০ সালে। দীর্ঘ সময় প্রেমের পর ২০০২ সালে করেন আংটি বদল। কিন্তু হঠাৎই তাদের বিয়ে ভেঙে যায়। এরপর অন্য জীবনসঙ্গীকে সাথে নিয়ে জীবন কাটিয়ে দিতে শুরু করেন তারা। এভাবে তাদের বিচ্ছেদের ২০ বছর পার হওয়ার পর আবারও এ জুটি একে অন্যের প্রেমে পড়েন ২০২২ সালে। আংটি বদল করে সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">কিন্তু বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। বেনের সঙ্গে আর্থিক বিরোধে কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। এ বিবাহবিচ্ছেদ জেনিফারের জীবনে চতুর্থ এবং বেনের জীবনে দ্বিতীয় তিক্ত অভিজ্ঞতা।</span></span></span></span></p>