<p>‘পুষ্পা ২’ নিয়ে একের পর এক বিতর্কে রীতিমতো টালটামাল দক্ষিনের সুপারস্টার আল্লু অর্জুন। সিনেমাটির মুক্তির দিন প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে নারী ভক্তর মৃত্যুর জের ধরে ব্যাপক আলোচনায় অভিনেতা। একরাত জেলও খাটতে হয়েছে তাকে। তবে এবার আরও বিপাকে আল্লু অর্জুন। রবিবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়িতে ভাঙচুর করে উন্মত্ত জনতা।</p> <p>এদিকে আল্লু অর্জুন সম্পর্কে তেলেঙ্গানার বিধানসভায় হইচই হয়েছে। নাম প্রকাশ না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আননেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।’ এবার পুলিশের বিবৃতিও যাচ্ছে অর্জুনের বিপক্ষে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734863373-5b1dd4a5d44c79f5e57c2f0b1c6b8267.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460136" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734855056-6ac1e9cadc500f44da5c4a3019cdf6ee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460100" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘গানের চেয়ে নাচ বেশি’, সমালোচনার জবাব দিলেন জেফার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734936495-b735b3915780f29e87666da074efebe2.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘গানের চেয়ে নাচ বেশি’, সমালোচনার জবাব দিলেন জেফার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460446" target="_blank"> </a></div> </div> গানের চেয়ে</div> </div> </div> </div> <p>টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বের হতে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে দক্ষিণী সুপারস্টারকে থিয়েটার থেকে বের করে আনতে হয়। রবিবার পদপিষ্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবিতেই একপ্রকার নিজেদের অবস্থান রাখলো হায়দরাবাদ পুলিশ।</p> <p>পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, আল্লুকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রেক্ষাগৃহ থেকে বের করছে পুলিশ। এর আগে অভিনেতা পুলিশের জেরায় দাবি করেছিলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি ওই হল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে ওই ভিডিও অনুযায়ী, সেদিন মাঝরাত অবধি ঘটনাস্থলেই ছিলেন আল্লু অর্জুন। বারবার পুলিশের অনুরোধ সত্ত্বেও তিনি বের হতে চাননি। সেই ভিডিওতেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আগেভাগেই প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্ট কমিটির কাছে লিখিতভাবে নির্দেশ দিয়েছিলেন, আল্লু অর্জুন যেন না আসেন। তবে প্রিমিয়ারে আসার পুলিশি ছাড়পত্র না পেয়েও সেদিন সেখানে গিয়েছিলেন অভিনেতা। </p> <p>পুলিশের দাবি, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে রাত ৯.৪৫ মিনিটের দিকে। সেই পরিস্থিতি সামাল দিতে যখন হলে বাইরে নাকাল পুলিশ, তখন চিক্কাড়পল্লীর এসিপি প্রথম আল্লু অর্জুনকে খবরটা দেওয়ার চেষ্টা করেন। তবে সন্ধ্যা হল কমিটি তাকে অভিনেতার কাছে পৌঁছাতে দেননি। তখন রাত ১০.৪৫। দক্ষিণী সুপারস্টার বের হতে না চাওয়ায় তার ম্যানেজারকে বোঝানো হয় যে একজন নারীর মৃত্যু হয়েছে। এরপরই হল ছাড়েন ‘পুষ্পা’খ্যাত এই তারকা। </p> <p>এদিকে, রবিবার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। বিক্ষোভ প্রদর্শনের সেই ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ১ কোটি টাকা ‘ক্ষতিপূরণ’ চেয়ে আল্লু অর্জুনের কুশপুত্তলিকা পোড়াতে দেখা গেল বিক্ষুব্ধদের। এদিন দুপুরে দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে, টব ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় প্রবেশপথ। শুধু তাই নয়, মৃত সেই নারীর পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।</p>