<p>বছর শেষে সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গুণী অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এর ফলে প্রায় ৯ মাস পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন। মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। এ কারণেই মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে বিজয়ের মাস।</p> <p>জয়া আহসান বলেন, “বিজয়ের মাস ডিসেম্বরের ২৭ তারিখ মুক্তি পাচ্ছে নকশী কাঁথার জমিন’। ছবিটির গল্পে দেখা যাবে প্রচণ্ড অন্তর্মুখী রাহেলা যেন আজীবন অভিশপ্ত। ভীষণ আবেগের মূহূর্তেও তার মুখ পাথরের মতো অভিব্যক্তিহীন। চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে না। ‘নকশী কাঁথার জমিন’ কোনো গল্প না, এটি একটি দৃশ্যকাব্য। এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে আপনারা হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন।”</p> <p>‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি প্রমুখ।</p>