<p>২০২০ সালেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল আমিতাভ রেজার ‘রিকশা গার্ল’-এর। করোনা মহামারির কারণে বদলে যায় পরিকল্পনা। এরপর কেটে গেছে অনেকটা সময়। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা এবার ফুরাচ্ছে। দেশের দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী বছরই দেশের হলগুলোতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’, নিশ্চিত করলেন সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা। </p> <p>মুক্তির নতুন সময় উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘আমি সিনেমা নির্মাণ করি দর্শককে দেখানোর জন্য। এই সিনেমাটি এরই মধ্যে দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার আমি এটি দেশের মানুষকে দেখাতে চাই। সে জায়গা থেকে আমরা জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা করেছি। তারিখ এখনো ঠিক হয়নি। তবে সামনের বছর এটি প্রেক্ষাগৃহে আসবে এ বিষয়ে আমরা নিশ্চিত।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুরের মূর্ছনায় বিপিএল রাঙালেন রাহাত ফাতেহ আলী খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735016786-6341c2c9dda746ddfe96b1003f51a6c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুরের মূর্ছনায় বিপিএল রাঙালেন রাহাত ফাতেহ আলী খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460769" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ড্যুনের অভিজ্ঞতায় মুগ্ধ টাবু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735015231-0307f2c39740fbe2c852e215aaf4ebc0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ড্যুনের অভিজ্ঞতায় মুগ্ধ টাবু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460765" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আসি আসি করেও এলো না তাঁরা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735014059-55e0a33cb42c53518ee9b374ed13c82b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আসি আসি করেও এলো না তাঁরা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460763" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>এদিকে নতুন বছরের কাজ নিয়ে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। করছেন নতুন একটি ওয়েব সিরিজ। যার শুটিংয়ে বর্তমানে ঢাকার বাইরে আছেন তিনি।</p> <p>‘রিকশা গার্ল’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এর গল্পে দেখানো হয়েছে শিল্পীমনা নারী নাঈমার গল্প। যার ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নাঈমা রাস্তায় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখীন হতে হয় নানা জটিলতার। </p> <p>রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।</p>