<p>এক বছরে পরপর তিনটি ব্লকবাস্টার দেয়ার পর বলিউড বাদশা শাহরুখ খানের আগামী প্রজেক্ট হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের সঙ্গে। ‘দ্য কিং’ শিরোনামে সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শক আগ্রহ তুঙ্গে। কারণ এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় আসছেন বাবা-মেয়ে। আর সিনেমাটি পরিচালনা করবেন ‘কাহানি’খ্যাত গুণী পরিচালক সুজয় ঘোষ। যার ফলে এটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ বেশ জমেছে। </p> <p>তবে হঠাৎ করেই বড়সর পরিবর্তন আনলেন শাহরুখ। সুজয় ঘোষের জায়গায় ‘দ্য কিং’-এর পরিচালনার ভার তুলে দিলেন পাঠান’খ্যাত সিদ্ধার্থ আনন্দের হাতে! আর এই খবরে বেশ অবাক হয়েছে শাহরুখ ভক্তরাও। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যৌন হয়রানির অভিযোগে কেড়ে নেওয়া হলো পরিচালকের পুরস্কার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735110115-6341c2c9dda746ddfe96b1003f51a6c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যৌন হয়রানির অভিযোগে কেড়ে নেওয়া হলো পরিচালকের পুরস্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461161" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্টেজে ওঠার আগে থরথর করে কেঁপেছি : ঐশী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735099787-03f0f01876bd63d14b377e0a662535f8.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্টেজে ওঠার আগে থরথর করে কেঁপেছি : ঐশী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461128" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার নোলানের ক্যামেরায় হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735102594-8c6a2a6bc88a864ba650712fe059a70e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার নোলানের ক্যামেরায় হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461136" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>প্রতিবেদন অনুসারে, দায়িত্ব পেয়ে ইতোমধ্যেই নাকি সিদ্ধার্থ এই সিনেমার শুটিংয়ের জন্য রেইকি করতে শুরু করেছেন। সব ঠিকঠাক চললে ২০২৫ সালের মার্চ মাসে এই ছবির নতুন করে শুটিং শুরু হবে। তবে হঠাৎ কেন এই পরিচালক বদল, তা স্পষ্ট করেননি শাহরুখ অ্যান্ড টিম। ধারনা করা হচ্ছে, সিনেমাটির চিত্রনাট্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যেগুলোর সঙ্গে একাত্মবোধ করতে পারছিলেন না সুজয়। তাই তিনি সরে যান। </p> <p>ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। তবে সুজয়ের বদলে এবার সিদ্ধার্থ পর্দায় আনবেন সেই গল্প। তাই সিনেমাটির অ্যাকশনে বেশ পরিবর্তন আসবে তা বলাই বাহুল্য।</p> <p>‘দ্য কিং’-এর নির্মাণের ঘোষণার একদম শুরুর দিকে অবশ্য সিদ্ধার্থের নামই শোনা গিয়েছিল পরিচালক হিসেবে। তবে এরপর সুজয় ঘোষের বিষয়টি চূড়ান্ত করেন শাহরুখ। যদিও শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তবে এবার শুধু প্রযোজনা নয়, সিদ্ধার্থই পাচ্ছেন পরিচালনার দায়িত্ব।</p>