<p>বছর শেষের দিকে। এরইমধ্যে শুরু হয়েছে হিসাব-নিকাশ। শোবিজে বছরের শেষের দিকে সব থেকে বেশি চর্চায় থাকে চলচ্চিত্র। তবে এবার দুই ঈদেও বাইরে সিনেমাঙ্গন জ্বলে উঠতে পারেনি। বলা যায়, শুরুতে ভর করা ব্যর্থতা শেষে রূপ নিয়েছে হতাশায়। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৪৯ ছবি। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে আরও এক ছবি। বাণিজ্যিক ছবির পাশাপাশি গল্পনির্ভর মিলিয়ে সিনেমার সংখ্যা ৫০টি।</p> <p>এবারও সিনেমা ছিল উৎসবকেন্দ্রিক। অর্থাৎ দুই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়েই বেশি আলোচনা ছিল। বছরের বাকি সময় কেটেছে হতাশায়। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে মুক্তি পায় ‘শেষ বাজি’, ‘কাগজের বউ’, ‘রুখে দাঁড়ও’ তিনটি সিনেমা। এই তিনটি সিনেমা মুখথুবড়ে পড়ে। চলচ্চিত্রের বছর শুরু হয় ব্যর্থতা দিয়ে। এর পর রোজার ঈদ পর্যন্ত মুক্তি পায় আরও চার সিনেমা।  প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, অপু বিশ্বাসের ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ এবং জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’। জয়া ও আহমেদ রুবেল অভিনীত ছবিটি কিছুটা আলোচনা তৈরি করলেও বাকিগুলো একেবারেই দর্শকখরা দেখা যায়। হল মালিকরা অভিযোগ করেন, তারা নাকি ছবিগুলো চালিয়ে বিদ্যুৎ বিলও তুলতে ব্যর্থ হয়েছেন। ‘পেয়ারার সুবাসে’র প্রিমিয়ারে এসে মারা যান অভিনেতা আহমেদ রুবেল। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বদলে যাওয়া দেশের চিত্রে যেমন ছিল শোবিজ অঙ্গন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735186032-d366010c5e4b68627cb2fa1dcd41a0b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বদলে যাওয়া দেশের চিত্রে যেমন ছিল শোবিজ অঙ্গন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461498" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, ভারতের শীর্ষ আয়কারী ৫ সিনেমা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734940689-b61ac5f798102d653fad4632e51031cd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, ভারতের শীর্ষ আয়কারী ৫ সিনেমা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460462" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, বছরজুড়ে নক্ষত্রের বিদায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735035507-003a2d077d5a5ccc7f1c21fa6a440ced.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, বছরজুড়ে নক্ষত্রের বিদায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460838" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734951181-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460510" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> </div> </div> <p>চলতি বছর রোজার ঈদে মুক্তির প্রতিযোগিতা করে এক ডজন ছবি। অধিকাংশ ছবি নিয়েই দর্শকদের আগ্রহ তেমন দেখা যায়নি। তবে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’ কিছুটা আশার আলো দেখায়। কিন্তু সিনেমাটি নিয়ে নির্মাতা ও অভিনেতা যে গালগল্প শোনা গিয়েছিল সেটা প্রেক্ষাগৃহে দেখাতে পারেননি। প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী ছবিটি ব্যবসাসফল হয়েছে ঠিকই কিন্তু ছবির মান ও নির্মাণে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি তেমনভাবে। বাকি ১০ সিনেমার মধ্যে ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘কাজল রেখা’ ব্যবসায়িকভাবে সফল না হলেও প্রশংসিত হয়। এ ছাড়া ‘সোনার চর, ‘মেঘনা কন্যা’, ‘আহারে জীবন’, ‘গ্রিন কার্ড’, ‘মোনা: জ্বিন ২’, ‘মায়া: দ্য লাভ’, ‘পটু’,  ‘লিপস্টিক’ ব্যবসায়িক দিক থেকে পুরোপুরি ব্যর্থ হয়েছে।</p> <p>তবে দৃশ্য বদলায় ঈদুল আজহায়। মুক্তি পায় শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। এই সিনেমা দিয়ে চাঙা হন হল মালিকরা। এই সিনেমার একাধিক গান জনপ্রিয়তা পায়। সিনেমা মুক্তির পর সেই জনপ্রিয়তার পারদ আরও ছড়াতে থাকে দর্শকদের হৃদয়ে। বছরের সেরা হিট তকমা পায় ‘তুফান’। ব্যবসায়িকভাবেও ছবিটি প্রত্যাশার তুলনায় বেশি সফলতা পায়। এই ছবির তাণ্ডবে মুক্তি পাওয়া বাকি আরও চার ছবি ‘ময়ূরাক্ষী’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘রিভেঞ্জ’, ‘আগন্তুক’ আলোচনায় আসতে পারেনি। যদিও ট্রেলার, পোস্টার ও বিষয়বস্তু দিয়ে কৌতূহল জাগিয়েছিল ‘ময়ূরাক্ষী’। ইয়ামিন হক ববিও নজর কেড়েছিলেন। তবে সফলতার দৌড়ে বেশি দূর এগিয়ে যেতে পারেনি।</p> <p>উৎসবের সিজনে অর্থাৎ দুই ঈদের মাঝে মুক্তি পায় ‘শ্যামাকাব্য’, ‘ডেডবডি’, ‘ফাতিমা’, ‘ময়নার শেষ কথা’, ‘সুস্বাগতম’, ‘আন্তঃনগর’ সিনেমাগুলো। এসব ছবি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করেননি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমি কোনো প্রতিযোগিতায় নেই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735188002-e4077b90d8a4369c5578fd331223331a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমি কোনো প্রতিযোগিতায় নেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461504" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশের বাইরে চলছে ১০ নাটকের শুটিং" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735184710-0704b8f85d0cf1afac8e4f7ad6247ad3.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশের বাইরে চলছে ১০ নাটকের শুটিং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461495" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>তবে দর্শক খরার মাঝেই আরো কঠিন পরিস্থিতি তৈরি হয় দেশের পটপরিবর্তনে। বৈষম্যবিরোধী আন্দোলন ও বন্যার কারণে স্থবিরতা নেমে আসে দেশের চলচ্চিত্রাঙ্গনে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দুটি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো ‘আজব কারখানা’ ও ‘অমানুষ হলো মানুষ’। পাঁচ মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া ‘আজব কারখানা’র মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ারের অভিষেক হয় সুপার মডেল শাবনাজ সাদিয়া ইমির। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি নিয়ে আলোচনা হলেও সফলতার মুখ দেখেনি। মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘অমানুষ হলো মানুষ’ ছবিটিও চরমভাবে হতাশ করে দর্শকদের।</p> <p>অক্টোবরে আবারও শুরু হয় সিনেমা মুক্তি। ঈদের বাইরে মুক্তি পায় শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমাটি নিয়ে হল মালিকরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ছবিটি মুক্তির পর একেবারেই মুখথুবড়ে পড়ে। শাকিব খান বছরের শেষে এসে হতাশ করেন দর্শক ও হল মালিকদের। সাদামাটা গল্প ও নির্মাণ দিয়ে ছবিটি দর্শক ফেরাতে পারেনি। ‘দরদ’ ছাড়াও মুক্তি পেয়েছে আরও ১৫টি সিনেমা। এগুলো হচ্ছে ‘জিম্মি’, ‘শরতের জবা’, ‘বাদশা দ্য কিং’, ‘হৈমন্তীর ইতিকথা’, ‘চরিত্র’, ‘রংঢং’, ‘৩৬ ২৪ ৩৬’, ‘ভয়াল’, ‘দুনিয়া’, ‘নয়া মানুষ’, ‘৮৪০’, ‘হুরমতি’, ‘ডেঞ্জার জোন’, ‘মাকড়শার জাল’, ‘প্রিয় মালতী’। সিনেমাগুলোর প্রতি আগ্রহ দেখাননি দর্শক।</p> <p>গত ২০ ডিসেম্বর মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রশংসা পেলেও সিনেমা হলে দর্শকদের ভিড় নেই মোটেও। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এটিই হবে বছরের শেষ মুক্তি পাওয়া সিনেমা। এই সিনেমার ভাগ্যে কী আছে এখনো বোঝা মুশকিল।</p> <p>বছরজুড়ে দেশের সিনেমার পাশাপাশি আমদানি করা হয় চারটি সিনেমা ‘হুব্বা’, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’, ‘ক্রু’ ও ‘স্ত্রী ২’। প্রদর্শক সমিতির সঙ্গে কথা বলে জানা যায়, ভারতে ভালো করলেও দেশে ব্যবসা করতে পারেনি ছবিগুলো।</p>