<p>সৌন্দর্য, স্টাইল আর অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছেন পূজা চেরী। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার ব্যস্ততা। প্রতিনিয়ত চেহারায় ভিন্নতা নিয়ে দর্শক-ভক্তদের সামনে হাজির হন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী। এবার আসছেন ওয়েব সিরিজে। ‘ব্ল‍্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে আবার রাফীর নির্মাণে ফিরলেন তিনি। আগামী বছরের ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিরিজটি নিয়ে কথা বলেছেন পূজা। জানিয়েছেন আগামীর পরিকল্পনাও।</p> <p>ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে পূজা বলেন, “সব মাধ্যমেই তো কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা ‘পোড়ামন ২’র পরিচালক রায়হান রাফী এ সিরিজের নির্মাতা। সিরিজটিতে গুণী অভিনয়শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কাজ করে কিছু শিখতে পেরেছি। এ শেখার লোভ থেকেই কাজটি করেছি।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারী মৃত্যুর ঘটনায় তোপের মুখে আল্লু, এবার দিলেন ২ কোটি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735200769-9c026b70f84ce1f09a0fca98fd5045a4.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারী মৃত্যুর ঘটনায় তোপের মুখে আল্লু, এবার দিলেন ২ কোটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461549" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪ : সাফল্য কম, ব্যর্থতার পাল্লা ভারী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735194185-003a2d077d5a5ccc7f1c21fa6a440ced.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪ : সাফল্য কম, ব্যর্থতার পাল্লা ভারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461521" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন জেফার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735197680-9ce66e8c0d5f59e6e569c95ff7e2c2a1.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন জেফার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461531" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>‘ব্ল্যাকমানি’র ‘প্রেমের দোকানদার’ শিরোনামের একটি আইটেম গানে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে বলেন, ‘ভালো রেসপন্স আসছে। বিভিন্ন মাধ্যমে আমার পারফরমেন্সের প্রশংসা পাচ্ছি। গানটিতে নেচে আমারও ভালো লেগেছে। কারণ সব সময় এত সুন্দর গান পাওয়া যায় না। কণা আপু কী সুন্দর গেয়েছেন। এ গানে আমাকে গল্পের প্রয়োজনেই প্রেজেন্ট করা হয়েছে। বাড়তি কিছুই করিনি।’</p> <p>আগামীর পরিকল্পনা সম্পর্কে পূজা চেরী বলেন, ‘পরিকল্পনা চলছে। এখন একটু সিলেকটিভ হয়ে গেছি। অবশ্য হুট করে যদি কোনো কাজ ভালো লেগে যায়, তাহলেই শুরু করে দিতে পারি। তবে ভালো কিছু হতে হবে। যেমন ভালো পরিচালক, গল্প, সহশিল্পী-সব মিলিয়ে পারফেক্ট হতে হবে।’</p> <p>প্রেমের প্রসঙ্গেও কথা বলেছেন পূজা। জানান, কাজের প্রেমেই আছেন আপাতত। নায়িকা বলেন, ‘আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন। প্রেমে আছি আবার নেই। এটা অন্যরকম অনুভূতি।’</p> <p>ভবিষ্যতে নিজেকে কীভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে, কেউ কারো জায়গা নিতে পারে না। তবে নিজেকে চলচ্চিত্রে বড় একটা অবস্থানে দেখতে চাই। সেই অবস্থানে যেতে প্রতিনিয়ত নিজেকে তৈরিও করছি। অভিনয়ে ভালো অবস্থানে যেতে হলে অবশ্যই অভিনয়ের উন্নতি করতে হবে। অভিনয়ের উন্নয়নের জন্য প্রায়ই আয়নার সামনে অনুশীলন করি। সংলাপ বলি। প্রচুর সিনেমা দেখি, নাটক ও ওয়েব সিরিজ দেখি। বড়দের কাজ দেখি, সমসাময়িকদেরও দেখি, জুনিয়রদেরও দেখি-যেটা ভালো, সেটা যেমন দেখি, খারাপটাও দেখি। অভিজ্ঞতা অর্জন করতে চাই।’</p>