<p style="text-align:justify">‘আমার প্রতিজ্ঞা’ সিনেমার শুটিংয়ে ফাঁসির দৃশ্যে অভিনয়ের সময় গলায় ফাঁস লেগে গিয়েছিল নন্দিত খল অভিনেতা মিশা সওদাগরের। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ শীর্ষক সাক্ষাৎকারভিত্তিক কালের কণ্ঠের ধারাবাহিক আয়োজনে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, আমার ফাঁসি হয়ে যায়, আমি জানি না। মেকআপম্যান মাইনুল দেখতে পেয়ে বলে, আরে মিশা ভাইর তো ফাঁসি হয়ে গেছে। ও ওপরে উঠে আমাকে উঁচু করে ধরল।</p> <p style="text-align:justify"><a href="https://youtu.be/8ySzCM1hksE?si=m1VZn6CtUMFiEdyA">বিস্তারিত দেখুন ভিডিওতে.</a>..</p> <p style="text-align:justify"><iframe frameborder="0" height="315" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/8ySzCM1hksE?si=vjoYiLHeDD9ubeQP"" width="560"></iframe></p>