<p>শেষ হতে চলেছে ২০২৪ সাল। এ বছর হলিউডের বক্স অফিস দখলে রেখেছিল অ্যানিমেশন চলচ্চিত্রগুলো। বছরের সেরা আয়ের তালিকায় শীর্ষে রয়েছে ‘ইনসাইড আউট ২’। এছাড়াও সেরা আয়ের তালিকায় রয়েছে ‘ডেসপিকেবল ৪’ এবং ‘মোয়ানা ২’। আর বছর শেষে হলিউডে এসেছে আরও দুটি অ্যানিমেশন। ‘সনিক দ্য হেজহগ’ ও ‘মুফাসা: দ্য লায়ন কিং’ মুক্তি পেয়েছে কাছাকাছি সময়ে। দুটো সিনেমাই মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর। বছর শেষে এই দুই সিনেমা দখলে রেখেছে বক্স অফিস।</p> <p>মুক্তির পর বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে আছে ‘সনিক দ্য হেজহগ ৩’। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, প্যারামাউন্টের ব্যানারে আসা সনিক দ্য হেজহগ থ্রি মুক্তি পেয়েছে উত্তর আমেরিকার ৩ হাজার ৭৯১টি থিয়েটারে। সেখান থেকে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে মোট আয় করেছে ৮ কোটি ৮০ লাখ ডলার। এ সিনেমা থেকে প্রথম সপ্তাহে ৫ কোটি ৫০ লাখ ডলার আয়ের সম্ভাবনা দেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু আয় হলো আরো বেশি। মূলত দর্শকের কাছ থেকে আসা ইতিবাচক রিভিউর কারণেই সিনেমাটি এত ভালো আয় করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735365462-6e42c3fa4aa4a3a36221009b68661fc4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462239" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শো করতে গিয়ে অপদস্ত হলেন হানিয়া আমির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735361953-30c2960875e0b199b0254009c5d4becf.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শো করতে গিয়ে অপদস্ত হলেন হানিয়া আমির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462228" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734951181-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460510" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>২০২০ সালে এসেছিল সনিক দ্য হেজহগের প্রথম সিনেমা। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছিল ৫ কোটি ৮০ লাখ ডলার। দ্বিতীয় সিনেমাটি ২০২২ সালের মার্চে মুক্তি পেয়ে আয় করে ৭ কোটি ২০ লাখ ডলার।</p> <p>প্যারামাউন্টের স্থানীয় বিপণন বিভাগের প্রেসিডেন্ট ক্রিস অ্যারনসন বলেন, ‘এ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা দেখে আমাদের মনে হয়েছিল, ডিসেম্বরে সিনেমাটি আনলে আমরা মোটামুটি একটা ভালো বাজার ধরতে পারব। সেটা পেরেছি। সামনে আরো একটা ছুটি আছে। আশা করি সেখানেও ভালো আয় হবে।’</p> <p>মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে আছে ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সিনেমাটি মুক্তি পেয়েছে ৪ হাজার ১০০ থিয়েটারে। আয় করেছে ৭ কোটি ৬ লাখ ডলারের বেশি। ডিজনি আশা করেছিল সিনেমাটি ৫ কোটি ডলার আয় করবে। এ সিনেমা নির্মাণ করতে ডিজনির খরচ হয়েছে ২০ কোটি ডলার। এছাড়া সিনেমার প্রচারে তারা খরচ করেছে ১০ কোটি ডলার। ৩০ কোটি ডলার খরচ করা সিনেমাটি শেষ পর্যন্ত কত আয় করতে পারবে, সেদিকেই তাকিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি।</p> <p>হলিউডের বক্স অফিসের দৃশ্য অনুসারে, ডিসেম্বরে সাধারণত বড় সিনেমা না হলে বড় ওপেনিংও পাওয়া যায় না। কিন্তু স্বল্প বাজেটের সিনেমা হলে বড়দিনের ছুটির আগে সিনেমা মুক্তি দিয়ে খরচ তোলার পাশাপাশি ভালো ব্যবসাও আসে। সনিকের ক্ষেত্রে সেটাই হয়েছে। এদিকে মুফাসা নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনেমাটি হলিউডের বাইরেও নানা অঞ্চলে সেখানকার তারকাদের দিয়ে ডাবিং করা হচ্ছে। ফলে সিনেমার খরচ বেড়ে গেছে।</p>