<p>শেষ হতে চলেছে ২০২৪ সাল। প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে হলিউডে। বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড এ বছর ব্যবসাসফল সিনেমার বেশ বিরাট তালিকা বহণ করেছে। এ বছর প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিস কাঁপিয়েছে। যার মধ্যে অন্যতম ‘ইনসাইড আউট ২’। আইএমডিবি ও বক্স অফিস মজো’র রিপোর্ট অনুসারে, এ বছর হলিউডে আয়ের দিক থেকে শীর্ষস্থানটি দখলে রেখেছে এই অ্যানিমেশন সিনেমাটি।</p> <p>হলিউড বক্স অফিসে থিয়েটার এবং ওটিটি মিলিয়ে এ বছর সবচেয়ে সফল সিনেমার নাম ‘ইনসাইড আউট ২’। কেলসি মান পরিচালিত ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি অকল্পনীয় সাফল্য পেয়েছে। বিশ্বজুড়ে এটি আয় করেছে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। অ্যানিমেটেড এ সিনেমায় অভিনয় করেছেন অ্যামি পোয়েলার, মায়া হক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪৯ বছরেও ‘চিরতরুণী’ শিল্পা, জানালেন ফিটনেসের রহস্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735552459-e6137c4b0907b2eb0b3597684044f873.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪৯ বছরেও ‘চিরতরুণী’ শিল্পা, জানালেন ফিটনেসের রহস্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/30/1463026" target="_blank"> </a></div> </div> <p>দ্বিতীয় স্থানে রয়েছে শন লেভি পরিচালিত ‘ডেডপুল অ্যান্ড উলভারাইন’। ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের আমেরিকান সুপারহিরো বেইজড এ সিনেমা বিশ্বজুড়ে ব্যবসা করেছে ১.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। অ্যানিমেটেড কমেডি সিনেমা ‘ডেপিকেবল মি ৪’র বাজেট ছিল মাত্র ১০০ মিলিয়ন ডলার। ক্রিস রেনড পরিচালিত এ সিনেমা রয়েছে তালিকার তিন নম্বরে। এটি আয় করেছে ৯৭০ মিলিয়ন মার্কিন ডলার। ডোয়াইন জনসন, অলি ক্র্যাভেলহো প্রমুখ অভিনীত আমেরিকান অ্যানিমেটেড মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা ‘মোয়ানা ২’ রয়েছে চতুর্থ অবস্থানে। ডেভিড ডেরিক জুনিয়র পরিচালিত ১৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচের এ সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ৮০৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।</p> <p>তালিকার পাঁচ নম্বরে রয়েছে এপিক সায়েন্স ফিকশন সিনেমা ‘ডুন : পার্ট ২’। ডেনিস ভিলেনিউব পরিচালিত জিন্দেয়া, টিমোথি ক্যালামেট প্রমুখ অভিনীত ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছে ৭১৪ মিলিয়ন মার্কিন ডলার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাদককাণ্ডে নাম, এবার মুখ খুললেন তিশা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735541135-9bf8ca3b5a673911502bb41e8154c959.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাদককাণ্ডে নাম, এবার মুখ খুললেন তিশা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/30/1462988" target="_blank"> </a></div> </div> <p>এ বছর দারুণভাবে আলোচনায় ছিলেন অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডি বিউটেরা। কারণ, তার অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড’ সাফল্য পেয়েছে। জন এম. চু পরিচালিত ১৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি ৬৩৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রয়েছে তালিকার ষষ্ঠ অবস্থানে। অ্যাডাম উইনগার্ড পরিচালিত রেবেকা হল, ব্রায়ান টাইরি হেনরি প্রমুখ অভিনীত আমেরিকান দানবীয় সিনেমা ‘গডজিলা ভার্সেস কং : দ্য নিউ এমপায়ার’। ১৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি প্রায় ৫৭২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে অবস্থান নিয়েছে সাত নম্বরে। অষ্টম অবস্থানে রয়েছে অ্যানিমেটেড মার্শাল আর্টস ও কমেডি সিনেমা ‘কুং ফু পান্ডা-ফোর’। মাইক মিচেল পরিচালিত মাত্র ৮৫ মিলিয়ন বাজেটের সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার। এতে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক, অকওয়াফিনা প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হোটেলরুমেই পড়ে ছিল অভিনেতার লাশ, ২ দিন পর উদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735536389-d366010c5e4b68627cb2fa1dcd41a0b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হোটেলরুমেই পড়ে ছিল অভিনেতার লাশ, ২ দিন পর উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/30/1462975" target="_blank"> </a></div> </div> <p>আমেরিকান সুপারহিরো সিনেমা ‘ভেনম : দ্য লাস্ট ড্যান্স’ সিনেমাটি রয়েছে তালিকার নয় নম্বরে। কেলি মার্সেল পরিচালিত ১২০ মিলিয়ন ডলার খরুচে সিনেমাটি আয় করেছে ৪৭৬ মিলিয়ন মার্কিন ডলার। এতে অভিনয় করেছেন টম হার্ডি, জুনো টেম্পল প্রমুখ। এ বছর হলিউড বক্সঅফিস সেরা দশের সর্বশেষ অবস্থানে রয়েছে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’ সিনেমাটি। আমেরিকান গোথিক ডার্ক ফ্যান্টাসি কমেডি হরর সিনেমায় অভিনয় করেছেন উইনোনা রাইডার, মনিকা বেলুচি প্রমুখ। ১০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৪৫১ মিলিয়ন মার্কিন ডলার।</p>