<p>বিদায় ২০২৪, শুরু নতুন বছর ২০২৫ সাল। বিশ্বজুড়ে স্বাগত জানানো হয়েছে ২০২৫ কে। স্বাগত জানিয়েছে বিনোদন অঙ্গনও। গত বছরটা দেশের শোবিজ অঙ্গনের জন্য ছিল হতাশার এক বছর। বছরজুড়ে সাফল্যের দেখা মিলেছে হাতে গোনা। তাই নতুন বছরে সেই খরা কাটানোর প্রত্যাশায় শোবিজ অঙ্গন। গতবছর সিনেমার মতোই ওয়েব কন্টেন্টগুলোও সেভাবে নজর কাড়তে পারেনি। হাতেগোনা কিছু সিরিজ ছাড়া সেভাবে ওটিটি জমে উঠেনি। তবে এ বছর মুক্তির মিছিলে রয়েছে বেশকিছু সিরিজ এবং ওয়েব ফিল্ম। যেগুলোর মধ্যে পাঁচটি এ বছর বেশ সাড়া ফেলতে পারে। চলুন জেনে নেয়া যাক -</p> <p><strong>‘ব্ল্যাক মানি’ (বঙ্গ)</strong><br /> বঙ্গ অরিজিনাল সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পাবে ২ জানুয়ারি। এটি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ। সিরিজের গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হতে থাকে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী। এত কিছুর পরও কি আদৌ কারও হাতে আসে সেই টাকা? এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবেল, পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।</p> <p><strong>যাহা বলিব মিথ্যা বলিব (চরকি)</strong></p> <p>বিগত সরকারের আমলে ক্রস ফায়ারে মৃত্যুর সত্য ঘটনা অবলম্বনে চরকির এই ছবি নির্মাণ করছেন রায়হান রাফী। প্রধান চরিত্রে অভিনয়ে আছেন জাহিদ হাসান। আরো অভিনয় করেছেন তমা মির্জা।</p> <p><strong>জিম্মি (হইচই)</strong></p> <p>‘মহানগর’খ্যাত আশফাক নিপুণের নতুন সিরিজ। প্রথমবার তাঁর পরিচালনায় অভিনয় করছেন জয়া আহসান। এটি অভিনেত্রীর প্রথম সিরিজ। বেশ আগে সিরিজটির ঘোষণা এলেও শুটিং শুরু হয়েছে ডিসেম্বরে। এখানে সরকারি অফিসের এক কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। দশ বছর ধরে যিনি একই পদে কাজ করে যাচ্ছেন।</p> <p><strong>গুলমোহর (চরকি)</strong></p> <p>‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন সিরিজটি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। পোস্ট প্রোডাকশনের কিছু কাজ এখনো বাকি। এখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গে আছেন সুষমা সরকারসহ বাংলাদেশের নামি কয়েকজন অভিনেতা।</p> <p><strong>মিনিস্ট্রি অব লাভ (চরকি)</strong></p> <p>মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ১২ নির্মাতা নির্মাণ করছেন ১২টি প্রেমের ছবি। এরই মধ্যে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘৩৬ ২৪ ৩৬’সহ পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। এ বছর একে একে মুক্তি পাবে বাকি ছবিগুলো।</p> <p><strong>ফেউ (চরকি)</strong></p> <p>তিন দিনে চার-পাঁচ হাজার মানুষ হত্যার ঘটনা নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধিমান। পরিচালকের দাবি, এই ঘটনা নাকি কেউ জানে না এবং এটি বাংলাদেশেরই ঘটনা। এ বছরই আসবে সিরিজটি। এটি দুই সিজনে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।</p> <p><strong>‘হাইড অ্যান্ড সিক’ (দীপ্ত প্লে)</strong></p> <p>দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব সিনেমা ‘হাইড অ্যান্ড সিক’। এটি নির্মাণ করেছেন মাহমুদুর হিমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, দীঘি, রোশান। </p>