<p>মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে নুহাশ হুমায়ূনের ‘২ষ’। নুহাশ পরিচালিত আলোচিত সিরিজ ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’। এবারের গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান। দ্বিতীয় সিজনে চার সপ্তাহে মুক্তি পাবে চারটি নতুন গল্প। এগুলো হলো–‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। এরই মধ্যে প্রথম দুটি পর্ব মুক্তিও পেয়েছে আর ব্যাপক সাড়াও ফেলেছে। এবার মুক্তি পেল তৃতীয় পর্ব ‘অন্তরা’।</p> <p>তৃতীয় পর্ব অন্তরা ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পায় পর্বটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735799605-d917fda63815cbe51100cb1efaf81aa8.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464055" target="_blank"> </a></div> </div> <p>এর আগে, মুক্তি পাওয়া পর্বটির ট্রেলার দেখে আঁচ করা যায়— একজন নারীর অতিপ্রাকৃত সংসারজীবনের গল্প দেখানো হবে পর্বটিতে। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী নওশাবার মুখ্য ভূমিকায় অভিনয় করা ট্রেলারে দেখা যায় অন্তরার স্বামীকে জিজ্ঞেস করা হচ্ছে— সে জিন, ভূত নাকি অন্য কিছু? এর বাকি রহস্য জানতে হলে দর্শকদের চরকিতে গিয়ে দেখতে হবে অন্তরাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বছরে দর্শক মাতাবে ওটিটির যে ৭ ফিল্ম-সিরিজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735794876-dab57ac686926671be03031ec5f6f40f.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বছরে দর্শক মাতাবে ওটিটির যে ৭ ফিল্ম-সিরিজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464038" target="_blank"> </a></div> </div> <p>এর আগে নন্দিত পরিচালক নুহাশ হুমায়ূনের অনবদ্য সৃষ্টি এই সিরিজের প্রকাশ পাওয়া দুটি পর্ব ওয়াক্ত ও ভাগ্য ভালো দর্শক মহলে হৈচৈ ফেলে দিয়েছে। অন্তরা নামের পর্বটিও দর্শকদের মন জয় করবে বলে ধারণা করা হচ্ছে। ২ষ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পাবে আগামী সপ্তাহে।</p>