<p>আতিফ আসলা, রাহাত ফাতেহ আলী খান ও জাল ব্যান্ডের পর এবার ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে ব্যান্ডটি। আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে পারফর্ম করবে দলটি। কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনকেশনস।</p> <p>এ কনসার্টে পাকিস্তানের কাভিশ ছাড়াও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ‌‘ঘাসফড়িং কয়ার’।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জিন নাকি ভূত, প্রশ্ন নিয়ে হাজির ‘অন্তরা’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735801711-8a0d41afe43ace38c8d3497e67cf1daf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জিন নাকি ভূত, প্রশ্ন নিয়ে হাজির ‘অন্তরা’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464064" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে আয়োজক ব্লু ব্রিকস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধূর, শান্ত ও সুরেলা সংগীতায়োজন করছি, যা কিনা আমাদের দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আমাদের বিশ্বাস, আমাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্ট হবে সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বছরে দর্শক মাতাবে ওটিটির যে ৭ ফিল্ম-সিরিজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735794876-dab57ac686926671be03031ec5f6f40f.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বছরে দর্শক মাতাবে ওটিটির যে ৭ ফিল্ম-সিরিজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464038" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, ইতিমধ্যে কনাসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে, যা টিকিটভাই ওয়েবসাইটে (https://ticketbhai.com/) পাওয়া যাচ্ছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। দর্শকদের জন্য প্রতিদিন বেলা ৩টায় প্রবেশ পথ উন্মুক্ত হবে।</p> <p>১৯৯৮ সালে সংগীতশিল্পী জাফর জাইদি ও মাজ মাওদুদের উদ্যোগে গড়ে উঠে ‘কাভিশ’। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা ২০০৯ সালে প্রকাশিত হয়। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’ ও ‘ফাসলে’ উল্লেখযোগ্য।</p>