<p>প্রয়াত হলেন ওপার বাংলার গুণী পরিচালক অরুণ রায়। প্রায় ৮ দিনের লড়াই শেষে জীবনের কাছে হার মানলেন পরিচালক। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে।</p> <p>ফুসফুসের সংক্রমণের কারণে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অরুণ রায়কে। আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল। গত কয়েক দিনে অবস্থার আরো অবনতি হয়। এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। শেষের দিকে কোমায় চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল’, কান্নারত অবস্থায় বললেন অঞ্জনার ছেলে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735810715-b6576f709b3d71794c4974e1169691f3.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল’, কান্নারত অবস্থায় বললেন অঞ্জনার ছেলে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464097" target="_blank"> </a></div> </div> <p>পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। অসুস্থতার খবর শুনেই তাকে দেখতে হাসপাতালে ছুটি গিয়েছিলেন দেব, জীতু কমলরা। তবে ফিরলেন না অরুণ রায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাঘা যতীনের নায়ক দেব, নায়িকা রুক্মিণী মৈত্র থেকে শুরু করে টলিউড তারকারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগের দুঃশাসন নিয়ে ছবি বানিয়ে হুমকির মুখে তিশা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735805354-11628b24ad2d12181047a97e4846ed4a.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগের দুঃশাসন নিয়ে ছবি বানিয়ে হুমকির মুখে তিশা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464078" target="_blank"> </a></div> </div> <p>দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যান্সার ধরা পড়ে পরিচালকের। তবে তার জন্য ছবির কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই ‘বাঘাযতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। ‘হীরালাল’, ‘বাঘা যতীন’ ছাড়াও ‘এগারো’, ‘৮/১২ বিনয়-বাদল-দীনেশ’ ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন অরুণ রায়।</p>