<p>২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি। মুক্তির পর এটি তুমুল সাড়া ফেলে। মুখ্য চরিত্রে অভিনয়ে বাজিমাত করেন অভিনেত্রী নাজিফা তুষি। রীতিমতো জাতীয় ক্রাশে পরিণত হন তিনি। তবে সিনেমাটি থেকে ভালো সাড়া পেলেও এ অভিনেত্রী অনেকটাই আড়ালে চলে যান। তবে জানা গেল, এ বছরই আসছে নতুন কিছু। এরই মধ্যে কয়েকটি সিনেমা-সিরিজের কাজ শেষ করেছেন তিনি।</p> <p>সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানান অভিনেত্রী। তুষি বললেন, “‘হাওয়া’র পর থেকেই কাজ করে যাচ্ছি, আমি কিন্তু বসে নেই। কয়েকটি সিনেমা-সিরিজে অভিনয় করেছি।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন স্ট্যাটাস ‘ভাইরাল’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736066462-3820a10d7bf04eb2edb67869f66c188f.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন স্ট্যাটাস ‘ভাইরাল’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465190" target="_blank"> </a></div> </div> <p>জানা যাচ্ছে, ‘রইদ’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। এটিও পরিচালনা করেছেন ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমা কবে মুক্তি পেতে যাচ্ছে—জানতে চাইলে তুষি বলেন, ‘হ্যাঁ, গত বছর সিলেটে রইদের শুটিং করেছি, তবে কবে মুক্তি পাচ্ছে এ বিষয়ে বলতে পারছি না। সিনেমাটির টিম এ বিষয়ে বিস্তারিত জানাবে। আমার বলা নিষেধ আছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আয়ের দিক থেকে রাশ্মিকা-শ্রদ্ধাকেও পেছনে ফেলেছেন যে অভিনেত্রী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736060180-8c6a2a6bc88a864ba650712fe059a70e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আয়ের দিক থেকে রাশ্মিকা-শ্রদ্ধাকেও পেছনে ফেলেছেন যে অভিনেত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465165" target="_blank"> </a></div> </div> <p>শুধু ‘রইদ’ নয়, আরো কিছু সিনেমা-সিরিজে অভিনয় করেছেন তুষি, যেগুলো এখন মুক্তির অপেক্ষায়। অভিনেত্রী বললেন, “দেখেন, ‘হাওয়া’র পর আরও কিছু সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর সেগুলো মুক্তি দেওয়া পরিচালক-প্রযোজকের দায়িত্ব। তাই বেশি কিছু জানাতে পারছি না। তবে ২০২৫ সালে সিরিজ অথবা সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক। কোনো একটি গল্প আমার কাছে ‘বিশেষ’ মনে হলেই সেটাতে যুক্ত হই। আশা করছি, সেই কাজগুলো দর্শকেরও ভালো লাগবে।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তসলিমার দৃষ্টিতে তাহসান নয়, মিথিলা ও রোজা জিতেছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736067225-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তসলিমার দৃষ্টিতে তাহসান নয়, মিথিলা ও রোজা জিতেছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465193" target="_blank"> </a></div> </div> <p>প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘রইদ’। প্রযোজক হিসেবে ছিলেন জয়া আহসান। তবে পরিচালকের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় অনুদান ফেরত দেন তিনি। এখন নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস। এতে মুখ্য চরিত্রে থাকছেন নাজিফা তুষি। তার সঙ্গে দেখা যাবে মোস্তাফিজুর নুর ইমরানকে।</p>