<p>হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেন্ডায়া। স্পাইডারম্যানখ্যাত এ অভিনেত্রী স্বল্প ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিনেমা করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এ ছাড়া বিশ্বজুড়ে আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’র কল্যাণে মন জয় করেছেন দর্শকদের। পরপর দুইবার এমি পুরস্কার ঘরে তোলেন সিরিজটিতে অভিনয় করে। শৃঙ্খলা ও পেশাদারির জন্য বিশেষ খ্যাতি কুড়িয়েছেন হলিউডেও। তবে ক্যারিয়ারে সফল অবস্থানে দাঁড়িয়েও তিনি অতীতের ব্যর্থতাকে ভোলেননি। বিশেষ করে এক যুগ আগে মার্কিন চ্যানেল এবিসিতে হওয়া এক প্রতিযোগিতা ‘ড্যান্স উইথ দ্য স্টারস’-এর আসরে পরাজয়ের বিষয়ে। সম্প্রতি তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন স্ট্যাটাস ‘ভাইরাল’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736066462-3820a10d7bf04eb2edb67869f66c188f.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন স্ট্যাটাস ‘ভাইরাল’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465190" target="_blank"> </a></div> </div> <p>বিনোদন গণমাধ্যম ডেডলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া চ্যাম্পিয়ন হতে না পারার বিষয়ে নিজের হতাশার কথা তুলে ধরেন। জেন্ডায়ার বয়স তখন ছিল মাত্র ১৬ বছর। তবে সে সময় দ্বিতীয় স্থান অধিকার করার পর হতাশা তাকে পেয়ে বসে। অনুষ্ঠানটির ১৬তম আসরের প্রতিযোগিতায় তিনি কিলি পিকলার ও তার নৃত্যসঙ্গী ডেরেক হিউয়ের কাছে পরাজিত হন। বিষয়টা তার ওপর দীর্ঘস্থায়ী প্রভাবও বিস্তার করে রেখেছিল। তিনি বলেন, ‘আমি এখনো কিছুটা বিব্রতবোধ ধরে রেখেছি। সে হার এখনো অনুভব করি। তখন আমার বয়স ছিল ১৬ বছর। বিষয়টি ছিল চাপের। প্রতি সপ্তাহে সরাসরি টেলিভিশনে উপস্থিত হওয়াটা খুব ভয়ের ছিল আমার জন্য।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এখন কেমন আছেন মুশফিক ফারহান?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736056152-27590e62bb7f1ef51548724cd33503c2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এখন কেমন আছেন মুশফিক ফারহান?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465150" target="_blank"> </a></div> </div> <p>এ হারকে জীবনের অন্যতম অভিজ্ঞতা হিসেবেই স্মরণ করে জেন্ডায়া বলেন, ‘আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছিলাম। পরে মনে হয়, না নিলেই ভালো হতো। তাহলে আরো উপভোগ করতাম এবং মেনে নিতাম। কিন্তু আমি নিজেকে অনেক চাপ দিচ্ছিলাম। সত্যিই অনেক কিছুর মধ্য দিয়ে পার হতে হয়েছে।’</p> <p>অভিনেত্রী স্বীকার করেন, হতাশা সত্ত্বেও শোয়ে কাটানো সেই সময়টি তার প্রাথমিক ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তিনি পেশাদার নৃত্যশিল্পী ভ্যালেন্টিন স্মেরকোবস্কির সঙ্গে জুটি বাঁধেন এবং একসঙ্গে তারা পুরো প্রতিযোগিতায় চিত্তাকর্ষক পারফরম্যান্স প্রদর্শন করেন। শেষ পর্যন্ত জেন্ডায়া দ্বিতীয় স্থান অর্জন করেন।</p> <p>সম্প্রতি নোলানের পরবর্তী সিনেমায় নাম লিখিয়ে বেশ আলোনায় রয়েছেন জেন্ডায়া। হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলানের আসন্ন সিনেমা ‘দি ওডেসি’তে টম হল্যান্ড, ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসনের পাশাপাশি যুক্ত হয়েছে জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ের মতো নাম। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শক আগ্রহ তুঙ্গে। আগামী ২০২৬ সালের জুলাইয়ে মুক্তি পেতে পারে।</p>