<p>চুপিসারে বিয়ে সেরে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এ সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত-অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে। গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। সেই সঙ্গে তাহসানের বিয়ে পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে। তাহসানের নতুন জীবন নিয়ে একদিকে যেমন শুভেচ্ছার ঝড় বইতে শুরু করে, অন্যদিকে আলোচনার পাল্লাও ভারী হতে থাকে। তাহসানের স্ত্রীর সাবেক কথিত প্রেমিকের প্রসঙ্গ উঠে আসে মিডিয়ায়। বিষয়টি নিয়ে বেশ শোড়গোল পড়ে যায়। নেটিজেনদের পাশাপাশি অনেক তারকাকে এই প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে। এবার কথা বললেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।</p> <p>তাহসান-রোজার বিয়ে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়ও। তিনি বলেছেন, তাহসানের বউ নিয়ে যে শোরগোল, ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একসময় ইচ্ছা ছিল মডেল হবো : রোজা আহমেদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736155919-d6969bc16ca60e2baa2f70575df9479c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একসময় ইচ্ছা ছিল মডেল হবো : রোজা আহমেদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465633" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই। কারণ আল্লাহপাক ওপর থেকে সব ফায়সালা করেন।’</p> <p>জয় আরও লিখেন, ‘কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দেই। ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রাণ গেল ২ ভক্তের, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736223936-0c7ffb2cdb828a849261fbb547da5d52.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রাণ গেল ২ ভক্তের, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465964" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরও লিখেন, ‘তবে আল্লাহ বাঁচাইছে! তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাঁপা পড়েছে।’</p> <p>এই উপস্থাপক আরো লিখেন, সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয় দিয়ে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।</p> <p>তাহসানের স্ত্রী রোজা আহমেদের বাড়ি বাংলাদেশের বরিশালে। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন তিনি।</p>