<p>বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। কিন্তু একদিন আগে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনটির ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।</p> <p>নির্বাচন কমিশনার এ জে রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736234971-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1466004" target="_blank"> </a></div> </div> <p>ভোটগ্রহন কোথায় অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলেও স্থান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন নির্বাচন কমিশন সহ সকল প্রার্থীরা। কিন্তু সেটি যদি সম্ভব না হয়, তাহলে কাছাকাছি কোনো জায়গায় ভোটগ্রহণের আয়োজন করা হবে। এর আগে গত ২৭ ডিসেম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ওই সময় আরও জানানো হয়, পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736232116-d272dec0c9ccdfcab41dc7fa21a9f577.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465994" target="_blank"> </a></div> </div> <p>নির্বাচনে “যদি আপনাদের রায় পাই, চলচিত্রকে জাগাতে চাই” স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং “পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকবো” স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান। নির্বাচনে মোট ভোটার ৩৯৫ জন এর মধ্যে সম্প্রতি চিত্রপরিচালক শাহ আলম মন্ডল, আজাদী হাসানাত ফিরোজ, সিবি জামান ও  বশির আহমেদ মৃত্যুবরণ করায় ৪ জন ভোটার কমেছে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।</p>