<p>আমি সিলেক্ট হয়েছিলাম নায়ক হিসেবে। কিন্তু, ক্যারিয়ারে কিছুতো আমি করতে পারি নাই। দুইটা করেছিলাম, সেটা ইন্ট্রো ছিল। নায়কের গুণাবলি থাকা প্রমাণ করতে হয়, আমি প্রমাণ করতে পারিনি। তবে কষ্ট করে একটি ভালো অবস্থানে গিয়েছি, সেটা আমার শত্রুও স্বীকার করবে। সম্প্রতি কালের কণ্ঠের সাক্ষাৎকারভিত্তিক ধারাবাহিক আয়োজন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন। </p> <p>সাক্ষাৎকারটি দেখুন এখানে...</p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.youtube.com/embed/nylTpgWJkGU" width="600"></iframe></p>