<p>দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। রেসিং প্রতিযোগিতা এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে যান অভিনেতা। তারই অনুশীলন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন অজিত। জানা গেছে, অনুশীলনের সময় তিনি ১৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। তারপরেই গাড়িটি ব্যারিয়ারে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310058-9df9467592929e57378f9cc3e1beb630.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466363" target="_blank"> </a></div> </div> <p>ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ। এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হলো, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736312659-d317c75f8316d37650e1b9808122a754.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466372" target="_blank"> </a></div> </div> <p>কোরিয়ান</p> <p>সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’</p> <p>প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে।</p>