<p>বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুনকে বিমানবন্দরে আটক করে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিমানবন্দর থেকে আটক চিত্রনায়িকা নিপুণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736485387-5ff47cfcd697e1ecdf8e48a316c4df42.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিমানবন্দর থেকে আটক চিত্রনায়িকা নিপুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467094" target="_blank"> </a></div> </div> <p>শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে তার লন্ডনযাত্রাও বাতিল করা হয়। তবে নিপুনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি।</p> <p>গণমাধ্যমকে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুনকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় শুধু জিজ্ঞাসাবাদ করেই ছাড়া হয় অভিনেত্রীকে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শত বছর পার করুক কালের কণ্ঠ : বাপ্পী চৌধুরী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736490590-aef79ed91045ea27ea5ae5ca9fc815f1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শত বছর পার করুক কালের কণ্ঠ : বাপ্পী চৌধুরী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467111" target="_blank"> </a></div> </div> <p>গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুনকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুন দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুন দেশেই ছিলেন।</p>