<p>কিছুদিন আগে শুটিংয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ায় রাজধানীর আদাবরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতা মুশফিক আর ফারহানকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে তিনি গতকাল  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ছাড়া পেয়েছেন। বাসায় ফিরে তিনি তার ভক্ত ও অনুরাগীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ধন্যবাদ।</p> <p>জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো নিপুণকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736491454-5ff47cfcd697e1ecdf8e48a316c4df42.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো নিপুণকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467116" target="_blank"> </a></div> </div> <p>এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক আর ফারহান। পোস্ট দিয়ে উল্লেখ করেছেন, ‘৬ দিন পর ফিরছি বাসায়। এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরো একবার।’</p> <p>ফারহান বলেন, ‘আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি, কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করোনা, বেঁচে আছি ভাই। আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগ প্রবন মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শত বছর পার করুক কালের কণ্ঠ : বাপ্পী চৌধুরী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736490590-aef79ed91045ea27ea5ae5ca9fc815f1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শত বছর পার করুক কালের কণ্ঠ : বাপ্পী চৌধুরী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467111" target="_blank"> </a></div> </div> <p>তার কথায়, ‘এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক’দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।’</p> <p>শেষে অভিনেতা বলেন, ‘আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে ভালবাসা সবার জন্য।’</p>