<p>অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা হয়েছে। আজ ১০ জানুয়ারি ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করল কালের কণ্ঠ। দেশের অন্যতম সেরা পাঠকপ্রিয় এ সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত করেছেন পাঠক থেকে শুভাকাঙ্ক্ষী সবাই। শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কালের কণ্ঠকে সব সময় পাশে পেয়েছি : নাদিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736498651-d6969bc16ca60e2baa2f70575df9479c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কালের কণ্ঠকে সব সময় পাশে পেয়েছি : নাদিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467140" target="_blank"> </a></div> </div> <p>পথচলার দেড় দশকে শোবিজ অঙ্গনের খবরাখবর সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করে আসছে পত্রিকাটির বিনোদন বিভাগ। তাই ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোবিজের তারকারা জানালেন শুভেচ্ছা। সেই সঙ্গে জানিয়েছেন কালের কণ্ঠের প্রতি তাঁদের প্রত্যাশার কথা। কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে দেশের জনপ্রিয় অভিনেত্রী তানিন রহমান সুবহা বলেছেন, অভিনেত্রী হিসেবে তিনি সবসময় পাশে পেয়েছেন কালের কণ্ঠকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কালের কণ্ঠের সঙ্গে আছি, থাকব : কনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736486631-3e515a087a4650f3490e6cda4462aa39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কালের কণ্ঠের সঙ্গে আছি, থাকব : কনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467098" target="_blank"> </a></div> </div> <p>সুবহা বলেন, ‘কালের কণ্ঠের ১৫ বছরে পদার্পণে আন্তরিক শুভেচ্ছা জানাই। কালের কণ্ঠ অতীতে যে ভূমিকা রেখে এসেছে, আশা করি ভবিষ্যতে আরও ভালোভাবে সেই ভূমিকা রেখে যেতে পারবে। আমি একজন অভিনেত্রী হিসেবে সব সময় আমার পাশে পেয়েছি কালের কণ্ঠকে। আশা করি সব সময় এভাবেই আমাদের শিল্পীদের পাশে থাকবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কালের কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে থাকবে। আরও অনেক দূরে এগিয়ে যাক কালের কণ্ঠের পথচলা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কালের কণ্ঠ আমার মায়ের পছন্দের পত্রিকা : মিম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736483704-61e90eae0c80ee39becc804772ffeb54.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কালের কণ্ঠ আমার মায়ের পছন্দের পত্রিকা : মিম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467090" target="_blank"> </a></div> </div> <p>‘আংশিক নয় পুরো সত্য’ অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। রাজধানী ঢাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন রয়েছে।</p>