<p>দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। দিনভর আয়োজনে পালন করা হয়েছে জন্মদিন। বিশেষ এই দিনে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ও গুণী মানুষজন শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। এসেছেন শোবিজ অঙ্গনের অনেকেই। তাঁদের পদচারণে উৎসবের আমেজ যেন আরো রঙিন হয়ে ওঠে।</p> <p>প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা তারকাদের একাংশের ছবি নিয়ে এই আয়োজন -</p> <p><br /> <img alt="কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ" height="360" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.%20january/11-01-2025/2_kaler-kantho--11-1-2025.jpg" width="600" /></p> <p>দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সঙ্গে কুশল বিনিময়ে মশগুল জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।</p> <hr /> <p><img alt="5" height="360" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.%20january/11-01-2025/3.jpg" width="600" /></p> <p> নিরব হোসেন ও সোহেল মণ্ডল—একজন ঢালিউডের জনপ্রিয় নায়ক, অন্যজন সিনেমা, নাটক ও ওটিটিতে প্রসংশার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।</p> <hr /> <p><img alt="5" height="360" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.%20january/11-01-2025/4_kaler-kantho--11-1-2025.jpg" width="600" /></p> <p> সফল নারী নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে মডেল-অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথি।</p> <hr /> <p><img alt="5" height="360" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.%20january/11-01-2025/5_kaler-kantho--11-1-2025.jpg" width="600" /></p> <p> জান্নাতুল ফেরদৌস ঐশী—মিস ওয়ার্ল্ড বাংলাদেশ [২০১৮] হয়ে তিনি এখন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী।</p> <hr /> <p><img alt="5" height="360" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.%20january/11-01-2025/6_kaler-kantho--11-1-2025.jpg" width="600" /></p> <p>সবার আগে হাজির ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তাঁর সঙ্গে কালের কণ্ঠের উপ-ফিচার সম্পাদক দাউদ হোসাইন রনি।</p> <p><img alt="কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ" height="360" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736533762-2ebeae2bda39fb4282cd4d944aa161df.jpg" width="600" /></p> <p>টিভি ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী রুনা খান এলেন বাঙালি সাজে। লাল শাড়িতে মোহনীয় আবেশ ছড়িয়ে গেলেন এ অভিনেত্রী।</p> <p>এছাড়াও কালের কন্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, গায়িকা কনা, গায়ক ইমরান মাহমুদুল, অভিনেত্রী সালহা খানম নাদিয়াসহ দেশের জনপ্রিয় তারকাগন। </p> <p><sub>ছবি তুলেছেন শেখ হাসান ও লুৎফর রহমান</sub></p>