<p>হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া। একাধিক বলিউড সিনেমা ও হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ টিকু। আন্দাজ আপনা আপনা, স্পেশাল ২৬, দেবদাস, উত্তরণ সহ একাধিক সিনেমায় ও টিভি নাটকে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন টিকু। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গল্পের প্রয়োজনে পর্দায় নগ্ন হয়েছিলেন যে বলিউড অভিনেত্রীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736593845-db04dcb3def33f7f5357daac6559004a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গল্পের প্রয়োজনে পর্দায় নগ্ন হয়েছিলেন যে বলিউড অভিনেত্রীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467506" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, অত্যন্ত সংকটজনক অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।</p> <p>থিয়েটার থেকেই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন টিকু তালসানিয়া। তারপর বলিউডে পা। প্রথম থেকেই কমেডি চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন তিনি। গুজরাটি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পাল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন টিকু।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিকিনি পরা ছবি দেওয়ায় বাসা ছাড়তে হলো গিটারিস্ট নিশাতকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736581253-492e7fa9e8c31046d93288a080b88053.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিকিনি পরা ছবি দেওয়ায় বাসা ছাড়তে হলো গিটারিস্ট নিশাতকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467452" target="_blank"> </a></div> </div> <p>এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমার ৫৫ কি দিল বাচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’-তে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শনকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। </p> <p>টিকু তালসানিয়ার দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, ‘জোড়ি নাম্বার ১’, ‘দেবদাস’, ‘বাড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসাত’-এর মতো সিনেমা। গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমায় মন জয় করেছেন অভিনেতা। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন টিকু। যার মধ্যে জনপ্রিয় হয়েছে ‘গোলমাল হ্যায় ভাই সাব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা বো-ওয়ালা ভিডিও’তে অভিনয় করেছেন টিকু তালসানিয়া। এতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও।</p>