<p>ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বাস করছেন তিনি। মাঝে হুট করেই গত বছর তিনটি সিনেমায় কাজের ঘোষণা দেন এই নায়িকা। এরপরই আবারও ফিরে যান অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভূমিকায় দেখা মেলে তার। থাকেন ভক্তদের সংস্পর্শে। </p> <p>বরাবরের মতোই সোমবার (১৩ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শাবনূর। সেখানে খানিকটা খোলামেলাভাবেই দেখা মেলে তার। পাশাপাশি অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও ফুটে ওঠে। ফলে ভীষণ হতাশ হন শাবনূর ভক্তরা। শুধু তাই নয়, ভক্তরা ট্রলও করেন শাবনূরকে। একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে থাকে। অনেককে নানারকম পোস্ট করেও অভিনেত্রীর দৃষ্টি আকর্ষন করেও সমালোচনা করতে দেখা গেছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাবনূর। রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বছরে দর্শক মাতাবে পাকিস্তানি যে পাঁচ ড্রামা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736919487-bc85f06fe236d654370d4b76ad6f4d55.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বছরে দর্শক মাতাবে পাকিস্তানি যে পাঁচ ড্রামা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468875" target="_blank"> </a></div> </div> <p>নেটিজেনদের উদ্দেশ্যে শাবনূর লিখেছেন, ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি, এবং কোনো অ্যাডমিনও নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব‍্যক্তিগত পছন্দ বা, বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কী পরবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না!’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে কারণে বলিউড থেকে দুরে সরে যান নার্গিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736915910-df05ff71e7cd0aa551729ce869d9cb14.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে কারণে বলিউড থেকে দুরে সরে যান নার্গিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468865" target="_blank"> </a></div> </div> <p>কারো পছন্দ না হলে তাকে অনুসরণ না করার পরামর্শ দিয়ে শাবনূর বলেন, ‘যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারও ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার কার্যক্রম কারও পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন।’</p> <p>অভিনেত্রী আরো লেখেন, ‘যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, পেজ চালিয়ে, আমার পোষ্ট করা ছবি-ভিডিও নিয়ে আবার ব‍্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ‍্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব‍্যবসা করছেন, তা করেন; কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন? কেনইবা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন, হাহাহা। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাবো না প্রকাশ্যে থাকবো তা আমি বুঝবো।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আলোচিত ‘বিতর্ক’, ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব তারকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736852395-b2f6d9e9046f3eb93cc519abc3b1d833.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আলোচিত ‘বিতর্ক’, ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব তারকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/14/1468603" target="_blank"> </a></div> </div> <p>প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকে। সালমানের অকাল মৃত্যুতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ার পর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।</p>