ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬

সালমানকে বিয়ে করতে চান আমিশা পাটেল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সালমানকে বিয়ে করতে চান আমিশা পাটেল!
সংগৃহীত ছবি

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছাননি। যদিও তার ভক্তদের আশা, বিয়ে করবেন ভাইজান। 

এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করল, পাত্রী কি আমিশা পাটেল? সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠলে অনুরাগীদের সঙ্গে নিজের ইচ্ছের কথা জানান আমিশা। তার পরেই এই দুজনের বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

 

যেহেতু সালমান ও আমিশা দু’জনেই এখনও অবিবাহিত। তা হলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা রয়েছে, মজার ছলেই এমন প্রশ্ন আসে এক অনুরাগীর কাছ থেকে। 

সেই প্রসঙ্গে আমিশা পাটেল সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, “ভক্তদের আবদার, ‘সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত।

আপনি দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’। 

এসব শুনে আমি ভাবলাম, এ তো দারুণ! কারণ এমনিতেও দেখতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই। ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির পরে আমাকে আর হৃত্বিককে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন।

হৃত্বিক তার বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।”

এর আগেও এক অনুরাগী এক অনুষ্ঠানে আমিশাকে সরাসরি বলেছিলেন, সালমান খানকে তার বিয়ে করা উচিত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “সালমান এখনও বিয়ে করেননি। আমিও অবিবাহিত।

তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। 

এরপর অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে অভিনেত্রী জানতে চাইলেন, আপনারা কী চান, আমরা বিয়ে করি না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি?” 

সেদিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। আমিশা বলেছিলেন, “আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত। ছেলে খুঁজে পাচ্ছি না।”

সালমান খান ও আমিশা পাটেলকে সর্বশেষ দেখা গেছে ২০০২ সালে, ডেভিড ধওয়ান পরিচালিত ‘ইয়ে হ্যায় জলওয়া’ সিনেমাতে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা!
সংগৃহীত ছবি

অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। এই খবরেই সরগরম গোটা বলিউড। ইতিমধ্যেই গোবিন্দাকে আইনি নোটিস পাঠিয়েছেন তার স্ত্রী সুনীতা। এবার এই বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা।

ক্যারিয়ারের শুরুতে গোবিন্দা তার বিয়ের কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। বিবাহিত জানলে তার খ্যাতি কমে যাবে, এমনটাই ভাবতেন এই অভিনেতা। বিয়ের তিন বছর পর সবাইকে জানান যে তিনি বিবাহিত। একসময় রানি মুখার্জির সঙ্গে নাম জড়িয়েছিল গোবিন্দার।

তার জেরে নাকি ভাঙনের মুখে পড়েছিল গোবিন্দা ও সুনীতার বিয়ে।  

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সুনীতা জানান যে এত বছরের দাম্পত্য সত্ত্বেও একসঙ্গে বাস করেন না তারা। তাদের ছাদ আলাদা, সেখান থেকেই ছড়িয়ে পড়ে বিচ্ছেদের খবর। দুই সন্তানকে নিয়ে সুনীতা থাকেন ফ্ল্যাটে।

ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা।

বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রী।

সুনীতার আইনি নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। তিনি বলেছেন, গোবিন্দা ও সুনীতার মধ্যে সমস্যা চলছে। পরিবারের কারোর কোনও বক্তব্য ঘিরে তৈরি হয়েছে সমস্যা।

আমি আইনি নোটিশ সম্পর্কে অবগত, তবে আমরা এটি সম্পর্কে কোনও সুনির্দিষ্ট বিবরণ পাইনি। খবরটি সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা এটির উপর নজর রাখছি। 

অন্যদিকে শোনা যাচ্ছে পরকীয়ায় জড়িয়ে পড়ার খবর সুনীতা জানতেই তার কাছে ক্ষমা চেয়ে বিচ্ছেদ না করার আর্জি জানান অভিনেতা। তবে সুনীতা সেই বিষয়ে কর্ণপাত না করেই মামলা করেন। 

অন্যদিকে গোবিন্দা বলেন, আমি এখন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। সকাল থেকেই অফিসে লোকজন আসছেন। শুধু ব্যবসা নিয়েই কথা হচ্ছে। 

কার্যত বিচ্ছেদ নিয়ে বিশেষ কথা বলতে চাইছেন না গোবিন্দা ও সুনীতা দুজনেই। এরই মাঝে সুনীতা জানান যে, পরজন্মে তিনি আর কোনও অভিনেতাকে বিয়ে করতে চান না।

মন্তব্য

প্রথমবারের মতো অর্থহীনের একক কনসার্ট, অপেক্ষায় শ্রোতারা

    ২৬ বছরের সংগীত সফরে প্রথমবারের মতো একক কনসার্ট ধারাবাহিকভাবে এই আয়োজন চলবে অর্থহীনের
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
প্রথমবারের মতো অর্থহীনের একক কনসার্ট, অপেক্ষায় শ্রোতারা
‘অর্থহীন’ ব্যান্ড

দেশের আলোচিত ব্যান্ড অর্থহীন তাদের ২৬ বছরের সংগীত সফরে প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে। একটি, দুটি নয়- একক কনসার্টের সিরিজ করতে যাচ্ছে রক ঘরানার এ ব্যান্ডটি। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামে এ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। এ আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।

আয়োজকরা জানান, জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হচ্ছে। ২৮ তারিখ বিকেল ৪টায় দর্শকের জন্য মিলনায়তনের গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।

নির্দিষ্ট দামের টিকিট কেটে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারবেন।

আরো পড়ুন
‘সে আমার শত্রু’, প্রাক্তনকে নিয়ে প্রভার ক্ষোভ

‘সে আমার শত্রু’, প্রাক্তনকে নিয়ে প্রভার ক্ষোভ

 

জানা গেছে, ঢাকা এবং ঢাকার বাইরে ধারাবাহিকভাবে এই আয়োজন হবে। এই সিরিজ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। ঢাকার বাইরে এবং পুনরায় এ সিরিজের বাকি কনসার্টগুলোর ঘোষণাও নির্দিষ্ট সময়ে দেওয়া হবে বলে জানান অর্থহীন ব্যান্ডের শিল্পী ও বেজবাবাখ্যাত গিটারিস্ট সুমন।

এদিকে, কনসার্ট ঘিরে ভক্ত শ্রোতাদের উন্মাদনা চোখে পড়ার মতোই। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে অর্থহীনের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে, কনসার্টের বিশেষ ক্যাটাগরি টিকিট ‘আর্লি বার্ড’ সোল্ড আউট হয়ে গেছে। এখন রেগুলার টিকিট কিনতে হবে। সেই পোস্টে অনুরাগীদের মন্তব্য দেখে বোঝা যাচ্ছে, বেজবাবাদের এককভাবে মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।

অর্থহীন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল।

ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।

মন্তব্য
স্বরণ

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সংগৃহীত ছবি

‘চিঠঠি আয়ি হ্যয়, আয়ি হ্যায়...’ গানের ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস পরপারের চিঠি পেয়ে না ফেরার দেশে চলে যান গতবছরের এই দিনে (২৬ ফেব্রুয়ারি)। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

আরো পড়ুন
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে শেকৃবি ছাত্রদলের বিক্ষোভ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে শেকৃবি ছাত্রদলের বিক্ষোভ

 

১৯৮৬ সালে ‘নাম’ সিনেমায় তার গাওয়া ‘বড়ে দিনো কে বাদ...চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়...’ গানটিই তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তারপর ১৯৯১ সালে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘সাজন’ ছবির ‘জিয়ে তো জিয়ে’ও তার ক্যারিয়ারের অন্যতম হিট গান।

১৯৫১ সালের ১৭ মে ভারতের গুজরাটের জেটপুরে জন্ম পঙ্কজ উদাসের। কেশুভাই উদাস ও জিতুবেন উদাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন সবার ছোট।

বাবা সরকারি চাকরিজীবী হলেও দিলরুবা বাজাতেন। ছোট থেকেই সংগীতের পরিবেশে বড় হয়ে ওঠেন তিনি। ছেলেকে রাজকোটের সংগীত একাডেমিতে ভর্তি করান পঙ্কজ উদাসের বাবা। শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ।
পরে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে মুম্বাই যান তিনি।

আরো পড়ুন
সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

 

সিনেমার গানে পঙ্কজের অভিষেক হয় ‘হম তুম ওউর ওহ’ ছবির মাধ্যমে। পরবর্তীতে অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে আশির দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনকাব’ পঙ্কজ উধাসের গাওয়া সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। 

আরো পড়ুন
‘নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না’

‘নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না’

 

‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার সুরের ঝুলিতে।

সারা জীবনে দেশ-বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন পঙ্কজ উদাস। ২০০৬ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

মন্তব্য

‘সে আমার শত্রু’, প্রাক্তনকে নিয়ে প্রভার ক্ষোভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘সে আমার শত্রু’, প্রাক্তনকে নিয়ে প্রভার ক্ষোভ
সাদিয়া জাহান প্রভা

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনার স্বাক্ষী হয়েছেন। এরপর প্রেমজীবন নিয়ে অনেকটাই নিজের ছক কষা গন্ডিতেই থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এরপরও মিডিয়ায় বেশ কয়েকবারই গুঞ্জনে নাম ভেসেছে প্রভার।
যেমনটা সহকর্মী তারকা মনোজের সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে মনোজের সঙ্গে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেন প্রভা।

আরো পড়ুন
বন্ধু মেহজাবীনের বিয়েতে এলিটার গান

বন্ধু মেহজাবীনের বিয়েতে এলিটার গান

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল, যে আমাদের প্রেম আছে।

এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’ প্রভা বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল। কিছু মিথ্যা। তবে আমি যেসব জোড় গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।

অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’

আরো পড়ুন
ঈদে মুক্তির দৌড়ে যেসব ছবি

ঈদে মুক্তির দৌড়ে যেসব ছবি

 

প্রভা আরও বলেন, “প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”

আরো পড়ুন
ভারত থেকে আজ দেশে আসছে নির্মাতা অঞ্জনের মরদেহ

ভারত থেকে আজ দেশে আসছে নির্মাতা অঞ্জনের মরদেহ

 

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ