আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?
সালমান, আমির ও শাহরুখ

তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সালমান ও আমির প্রত্যেক খানের আকাশসমান জনপ্রিয়তা। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এখনও বলিউডের তিন স্তম্ভ হিসেবেই ধরা হয় তাদের।

তবে তিন খানকে একসঙ্গে কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি। এই তিন মহারথীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান দর্শকরা। আর সেই আশা কবে পুরণ হবে তা হয়তো জানা নেই। তবে  তিন খান একসঙ্গে বসলেই সেই আশা নতুন করে জাগে ভক্তদের মনে।
যেমনটা সদ্যই এমন আশার আলো দেখা গেল আমির খানের বাড়িতে।

আরো পড়ুন
আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

 

১৪ মার্চ আমির খানের জন্মদিন। তার আগেই তার বাড়িতে হাজির হলেন দুই বন্ধু শাহরুখ খান ও সালমান খান। আমির খানের ৬০তম জন্মদিনের আগে তাঁর বাড়িতে অন্য দুই খানের উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছে ভক্তদের।

তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? এমন কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও। তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

আরো পড়ুন
আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

 

ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সলমন খান ও আমির খান।

সালমানকে দেখা গেছে সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

সিনেমার পর্দায় তো নয়ই, তিন খানকে একসঙ্গেও খুব একটা দেখা যায় না। এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানে নাচও করেছিলেন তারা। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পর’ নিয়ে ব্যস্ত আমির খান। এর মাধ্যমে ৩ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। অন্যদিকে, ‘ডানকি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান ঈদে আসছেন ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।

মন্তব্য

সম্পর্কিত খবর

একই বছর আমিরকে বিয়ে, সঞ্জয়ের সঙ্গে প্রেম! ‘বিতর্ক’ নিয়ে যা বলেছিলেন প্রীতি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
একই বছর আমিরকে বিয়ে, সঞ্জয়ের সঙ্গে প্রেম! ‘বিতর্ক’ নিয়ে যা বলেছিলেন প্রীতি
আমির খান, প্রীতি জিনতা ও সঞ্জয় দত্ত

গালে টোল পড়া মিষ্টি হাসিতে নিজের জাদু ছড়িয়ে দিতেন পর্দায়। বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি খ্যাত ছিলেন মিষ্টি অভিনেত্রী হিসেবে। একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী নব্বইয়ের দশকে ও নতুন শতকের শুরুর দিকে ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। নিজের কাজ ও অভিনয় দিয়েই থাকতেন সর্বাধিক আলোচনায়।

বলছিলাম প্রীতি জিনতার কথা।

আরো পড়ুন
আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কী?

 

একসময়ের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রীর ক্যারিয়ারের গ্রাফ বেশ নজরকারা। তবে মাঝে মাঝে বিতর্কের কালো মেঘও ঢেকে যেত অভিনেত্রীকে। যেমনটা ২০০১ সাল।

সেই বছর আমির খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে বেশ আলোচনায় উঠে আসেন প্রীতি। একই বছর সঞ্জয় দত্তের সঙ্গেও প্রেমের গুঞ্জনে ওঠে তার নাম!

বেশ কয়েকবছর আগে সিমি গারেওয়ালকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলেছিলেন প্রীতি জিনতা। অভিনেত্রী বলেছিলেন, “সবে তখন আমিরের সঙ্গে ‘দিল চাহাতা হ্যায়’ মুক্তি পায়। দর্শক আমার আর আমিরের জুটির প্রশংসাও শুরু করেছে।

সেই সময়ই সঞ্জয় দত্তর সঙ্গে একটা ম্যাগাজিনের জন্য ফটোশুট করি। সেটাও প্রশংসা পায়। সব ভালো চলছিল। হঠাৎই নানা গসিপ ম্যাগাজিনে ফাঁস হলো, আমি নাকি গোপনে আমির খানকে বিয়ে করেছি! আমি তো গোটা বিষয়টা জেনে অবাক। তবে আমি এসব নিয়ে মুখ খুলিনি প্রকাশ্যে।
পাত্তাও দিইনি। আমির আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে এরকম নাম জড়াতে খুব কষ্ট পেয়েছিলাম। পরে আমিরই আমাকে বুঝিয়ে ছিল, এসব গসিপ, পাত্তা দিতে নিই।”

আরো পড়ুন
আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

 

তবে এরপর প্রীতি আরেক বিস্ফোরক গুঞ্জন নিয়েও কথা বলেন। কারণ তখন সঞ্জয় দত্তের সঙ্গেও প্রীতির প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে শোবিজ অঙ্গনে। প্রীতি বলেন, ‘শুধু আমির নয়, এই একই বছরে আবার রটে যায় আমি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছি! সঞ্জয় আমার ফ্য়ামিলি ফ্রেন্ড। একেবারে আমার দাদার মতোই। ওকে নিয়ে এরকম রটায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। পরে অবশ্য আমার ম্যানেজার এসবহ গসিপ আটকানোর জন্য এক বিবৃতিও দিয়েছিল সংবাদমাধ্যমে। সত্যিই এ ধরনের গসিপে সাধারণ মানুষ মজা পেলেও, আমাদের জীবন কঠিন হয়ে যায়।’

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন ব্যবসায়ী জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। বিয়ের পর বলিউড একপ্রকার ছেড়েই দেন এ অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসে সংসার নিয়েই ব্যস্ত প্রীতি। তবে আবারও বলিউডে ফিরছেন এ লাস্যময়ী অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৫৭’ সিনেমায়।

মন্তব্য

‘আল্লাহ আপনি বিচার কইরেন’, শিশু আছিয়ার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘আল্লাহ আপনি বিচার কইরেন’, শিশু আছিয়ার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন
শিশু আছিয়ার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন

শেষ পর্যন্ত অকালেই জীবনপ্রদীপ নিভে গেল মাগুরার সেই নির্যাতিত শিশু আছিয়ার। চার-চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৃথিবীই ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে। 

শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ।

সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মানুষের শোকবার্তা। এই নির্মম মৃত্যু ব্যথিত করেছে শোবিজ অঙ্গনের তারকাদের মনও। ইতোমধ্যে বেশ কিছু তারকা শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন
‘ধর্ষক কেন বেঁচে থাকবে?’, মাগুরার সেই শিশুর মৃত্যুতে তমা মির্জা

‘ধর্ষক কেন বেঁচে থাকবে?’, মাগুরার সেই শিশুর মৃত্যুতে তমা মির্জা

 

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের সোশ্যাল হ্যান্ডলে শুধু লিখেছেন, ‘আছিয়া।

অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কথায়, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।

অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন‍্যাহীন মরুভূমি হোক এ দেশ। কুলাঙ্গারের আবাদ হোক!’

আছিয়াকে নিয়ে নিজের ফেসবুকে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি লিখেছেন, ‘মরে গিয়ে বেঁচে গেল।

আরো পড়ুন
সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

 

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মরে আছিয়া বেঁচে গেল। আর বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছুই। আছিয়া, তীব্র কষ্ট পেয়েছ মা, এবার ঘুমাও। লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা।’

চিত্রনায়িকা তমা মির্জা ধর্ষকের মৃত্যু কামনা করে লিখেছেন, ‘শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে, আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ/বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না।’ ধর্ষকের শাস্তির বিষয়ে অভিনেত্রী লেখেন, ‘ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।’

আরো পড়ুন
শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের শতাধিক বিয়ে!

শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের শতাধিক বিয়ে!

 

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রবিবার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেয়া হয়। ধর্ষণের ওই ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, দুলাভাই ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে চার আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মন্তব্য

‘ধর্ষক কেন বেঁচে থাকবে?’, মাগুরার সেই শিশুর মৃত্যুতে তমা মির্জা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘ধর্ষক কেন বেঁচে থাকবে?’, মাগুরার সেই শিশুর মৃত্যুতে তমা মির্জা
তমা মির্জা

শেষ পর্যন্ত অকালেই জীবনপ্রদীপ নিভে গেল মাগুরার সেই নির্যাতিত শিশু আছিয়ার। চার-চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৃথিবীই ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া আজ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। 

আরো পড়ুন
শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের শতাধিক বিয়ে!

শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের শতাধিক বিয়ে!

 

শিশুটির মৃত্যুর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নারীদের নিরাপত্তা এবং ধর্ষকের বিচার নিয়ে তীব্র দাবি উঠছে।

ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন অনেকেই। দেশের অনেক তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় এ কথা বলছেন। শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ তমা মির্জাও প্রশ্ন তুলে বললেন, ‘ধর্ষক কেন বেঁচে থাকবে?’

শিশুটির মৃত্যুর সংবাদ প্রচারের পর ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী। তমা মির্জা ফেসবুক পোস্টে ধর্ষকের বিচারার বিষয়টি তুলে ধরেন।

অভিনেত্রী বৃহস্পতিবার দুপুরে পোস্টে বলেন, ‘শোনেন, পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে, আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ/বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না।’

আরো পড়ুন
সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

সোনাপাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

 

ধর্ষকের শাস্তির বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।’

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি।

পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরদিন রবিবার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। ধর্ষণের ওই ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, দুলাভাই ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে চার আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মন্তব্য

শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের শতাধিক বিয়ে!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের শতাধিক বিয়ে!
শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান। পর্দায় তার উপস্থিতি মানেই জাদুর ঝলকানি। দর্শকরা মুখিয়ে থাকেন এ অভিনেতাকে দেখতে। শাহরুখের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ।

ভক্তদের বাধভাঙা উন্মাদনা। এমনকী তার সিনেমার শুটিংও অদ্ভুত এক নজির গড়েছিল। বলিউড বাদশার এমন এক সিনেমা রয়েছে যার জন্য সেই সময় মুম্বাইয়ের শতাধিক বিয়ে পর্যন্ত বন্ধ ছিল! হ্যাঁ, অবাক করার মতো হলেও এই ঘটনা ঘটেছিল দুই দশক আগে।

আরো পড়ুন
সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

 

২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক চলচ্চিত্র ‘দেবদাস’-এর শুটিংয়ের সময় ঘটে এমন ঘটনা।

সিনেমার বিশাল প্রোডাকশন স্কেল আর জমকালো সেটের জন্যই মুম্বাইয়ের একাধিক বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।

‘দেবদাস’-এর সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনাটি প্রকাশ্যে এনেছেন। ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেবদাস’-এর শুটিংয়ের জন্য মুম্বাইতে এক কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠার সেট তৈরি করা হয়েছিল।

সেটটি এতটাই বিশাল ছিল যে প্রথম দেখাতেই আমরা চমকে গিয়েছিলাম। আমি আমার সহকারীদের বলেছিলাম সেটের একদম শেষ প্রান্তে গিয়ে একটা ১০০ ওয়াটের আলো লাগাতে। এরপর ধীরে ধীরে পুরো সেটটাকে আলোকিত করা হয়।’

আরো পড়ুন
আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

 

তবে সমস্যা তৈরি হয় এখানেই। এত বড় সেট সাজানোর জন্য মুম্বাইয়ের যত জেনারেটর ছিল, প্রায় সবই নিয়ে নেওয়া হয়েছিল ‘দেবদাস’-এর জন্য! ফলে শহরের অন্য কোথাও তখনকার মতো জেনারেটরের সংকট দেখা দেয়।

যার কারণে বহু বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে বাধ্য হয়।

বিনোদ প্রধান আরো বলেন, “অনেকেই আমাকে বলেছিলেন—‘বিনোদজি, আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে শহরে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য কোনও জেনারেটর বাকি ছিল না!”

আরো পড়ুন
আমার চ্যালেঞ্জ নেওয়া সার্থক হয়েছে : তিশা

আমার চ্যালেঞ্জ নেওয়া সার্থক হয়েছে : তিশা

 

‘দেবদাস’ শাহরুখের ক্যারিয়ারের অন্যতম এক কালজয়ী সিনেমা হিসেবেই ধরা হয়। এর আগে দীলিপ কুমারও দেবদাস করেছিলেন তবে শাহরুখের দেবদাস চিরসবুজ হয়ে রয়েছে দর্শকদের মনে। সিনেমাটি মুক্তির পর বক্সঅফিসেও ঝড় তোলে। ৪৪ কোটি টাকা বাজেটের দেবদাস বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ