বলিউড সুপারস্টার রণবীর কাপুর একজন ভালো বাবা হলেও ভালো অভিনেতা নন। এমনটাই মনে করেন রণবীরের স্ত্রীর বড় ভাই রাহুল ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর প্রসঙ্গে এসব কথা বলেন রাহুল।
ফিটনেস বিশেষজ্ঞ রাহুল ভাট যিনি নির্মাতা মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণের সন্তান।
সাক্ষাৎকারে তার পরিবার নিয়ে কথা বলার সময় রাহুল আলিয়া ভাট ও তার ভগ্নিপতি রণবীর কাপুরকে নিয়েও মন্তব্য করেন। তিনি রণবীর কাপুরকে একজন চমৎকার বাবা হিসেবে প্রশংসা করেন। তবে স্পষ্টভাবে বলেছেন যে, রণবীরের অভিনয় নিয়ে কোনো আগ্রহ নেই তার।
আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ
হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমি রণবীরের কাজ দেখি না, তবে আমি জানি সে তার মেয়ে রাহাকে খুব ভালোবাসে।
ব্যস, বাবা হিসেবে ভালো।’
তিনি আরও বলেন, ‘আমি এটুকুর জন্যই তাকে সম্মান করি। আমি তার অভিনয় সম্পর্কে কিছুই জানি না, আর জানতেও চাই না। কে অভিনেতা, কে ‘অ্যানিম্যাল’, কে কাপুর – এসব আমার কিছু আসে যায় না।
শুধু এটুকুই আমার কাছে গুরুত্বপূর্ণ যে সে একজন ভালো বাবা। সে তার মেয়েকে অনেক ভালোবাসে, আর আমার জন্য সেটাই যথেষ্ট।’
আরো পড়ুন
অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে
এর পাশাপাশি রণবীর কাপুরের ব্যক্তিত্বের প্রশংসাও করেন রাহুল। জানান, একটি মানুষের চরিত্র মূল্যায়নের মাপকাঠি কখনোই তার আর্থিক সাফল্য হতে পারে না। তার ভগ্নিপতি রণবীর তার সৎবোনের প্রতি সবসময় সম্মানজনক আচরণ করেছেন বলেও জানান রাহুল।
তিনি বলেন, “খ্যাতি, টাকা, সাফল্য — এসব আসবে যাবে, কিন্তু একজন মানুষ হিসেবে রণবীর একজন চমৎকার। তিনি আমার সৎবোনকে সম্মান করেন, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সবকিছুই গৌণ।”
মহেশ ভাটের পুত্র রাহুল ভাট একজন ফিটনেস ট্রেনার। বলিউডের অনেক তারকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ২০১০ সালে বিগ বস ৪-এর প্রতিযোগী ছিলেন রাহুল। ভাট পরিবারের সদস্য হলেও মিডিয়ায় খুব অল্প কথা বলেন রাহুল।