আমাদের কেউ মনে রাখবে না : আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমাদের কেউ মনে রাখবে না : আমির খান
সালমান খান, আমির খান ও শাহরুখ খান

বলিউডের তিন স্তম্ভ তারা। শাহরুখ, সালমান ও আমির, এই তিন খানকেই বলা হয় বলিউড নামক পর্বতের তিন চূড়া। গত তিন দশকের বেশি সময় ধরে এই তিনজনই শাসন করছেন বলিউড সাম্রাজ্য। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

তবে এখন সাফল্যের চূড়ায় থাকলেও ভবিষ্যতে তাদের মনে রাখবে না কেউই, এমনটাই মনে করেন আমির খান।

সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমরাই শেষ তারকা, এটা একেবারেই ঠিক নয়। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের অভিনেতারাও নিজেদের জায়গা করে নেবেন। আমাদের পরেও অনেকেই আসবেন, যারা বলিউডকে এগিয়ে নিয়ে যাবেন।

আরো পড়ুন
অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

 

সময়ের সঙ্গে সব কিছু বদলায়, এই প্রসঙ্গ তুলে আমির বলেন, ‘একদিন আসবে, যখন আমাদের কথাও কেউ মনে রাখবে না। হয়তো এখন শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমাদের আগের প্রজন্মের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সব কিছু বদলাতেই থাকে।

’  

শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করা নিয়ে আমির জানান, একটি প্রজেক্টের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘সিনেমা হিট হবে না ফ্লপ, তা জানা নেই। তবে আমাদের তিনজনকে একসঙ্গে পর্দায় দেখে দর্শকরা খুশি হবেন, এটা নিশ্চিত বলতে পারি।’

আরো পড়ুন
সিনেমা ছাড়ব, কিন্তু এখন না : বর্ষা

সিনেমা ছাড়ব, কিন্তু এখন না : বর্ষা

 

বর্তমানে আমির ব্যস্ত ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং নিয়ে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার তিন বছর এই সিনেমা দিয়ে ফিরছেন আমির।

ব্যক্তিগত জীবনেও নতুন সম্পর্কের কারণে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আমির। সালমান খান এখন অপেক্ষায় তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির। এই অ্যাকশন ড্রামায় দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, শর্মন জোশী এবং সত্যরাজকে। সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত সময় কাটাচ্ছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। এতে মেয়ে সোহানা খানের সঙ্গে দেখা যাবে বলিউড বাদশাকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ
শাকিব খান ও শখ

আনিকা কবির শখ আজ থেকে ১৫ বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন। অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে।  এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি। এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত।

মাঝেমধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি।

তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল। 

আরো পড়ুন
হাসি শেয়ার করা গেলে কান্নাও শেয়ার করা যায়

হাসি শেয়ার করা গেলে কান্নাও শেয়ার করা যায়

 

অভিনেত্রী শখ বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো।

তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার,তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে।
আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে’।”

সদ্যঃপ্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে ভীষণ সহায়তা করেছিলেন বলে এই পডকাস্টে জানান অভিনেত্রী। তবে ওই চলচ্চিত্রে অঞ্জনা ছিলেন কি না তিনি উল্লেখ করেননি।

‘বলো না তুমি আমার’ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এম বি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আনিকা কবির শখ।

আরো পড়ুন
সম্পর্ক ভেঙে গেছে সামিরা খান মাহির!

সম্পর্ক ভেঙে গেছে সামিরা খান মাহির!

 

এ ছাড়া এতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

মন্তব্য

ফটোগ্রাফারদের ওপর ক্ষিপ্ত সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ফটোগ্রাফারদের ওপর ক্ষিপ্ত সিদ্ধার্থ
সিদ্ধার্থ ও কিয়ারা

খুব শিগগিরই মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন স্বামী অভিনেতা সিদ্ধার্থ। গাড়ির ভিতরে ঢিলেঢালা পোশাকে ছিলেন কিয়ারা। সিদ্ধার্থ মালহোত্রার পরনে ছিল প্যান্ট ও টিশার্ট।

স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বেরোবার সময় রাস্তা আটকে দিলেন ফটোগ্রাফাররা। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নামতে বাধ্য হলেন সিদ্ধার্থ। কপালে হাত দিয়ে ভিতরে বসে কিয়ারা।

ছবি শিকারিদের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠার অবস্থা তারকাদের।

প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ফটোগ্রাফাররা। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্তোরাঁ কিংবা হাসপাতাল— কোথাও নিস্তার নেই তারকাদের। নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাঁদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন ছবিশিকারিরা, আটকে দেন পথ।
 

তাতেই মেজাজ হারান অভিনেতা। গাড়ি থেকে নেমে বলেন, ‘‘চুপ, একদম সরুন এখান থেকে। পিছনে সরুন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম।

’’ আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে, মিতভাষী। কিন্তু বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেললেন ছবিশিকারিদের দৌরাত্ম্যের কারণে। 

গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা, এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এই মুহূর্তে নতুন কোনও কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান।

মন্তব্য

রণবীর একজন ভালো বাবা, এটাই যথেষ্ট : রাহুল ভাট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
রণবীর একজন ভালো বাবা, এটাই যথেষ্ট : রাহুল ভাট
রাহুল ভাট ও রণবীর কাপুরের কোলে কন্যা রাহা

বলিউড সুপারস্টার রণবীর কাপুর একজন ভালো বাবা হলেও ভালো অভিনেতা নন। এমনটাই মনে করেন রণবীরের স্ত্রীর বড় ভাই রাহুল ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর প্রসঙ্গে এসব কথা বলেন রাহুল।

ফিটনেস বিশেষজ্ঞ রাহুল ভাট যিনি নির্মাতা মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণের সন্তান।

সাক্ষাৎকারে তার পরিবার নিয়ে কথা বলার সময় রাহুল আলিয়া ভাট ও তার ভগ্নিপতি রণবীর কাপুরকে নিয়েও মন্তব্য করেন। তিনি রণবীর কাপুরকে একজন চমৎকার বাবা হিসেবে প্রশংসা করেন। তবে স্পষ্টভাবে বলেছেন যে, রণবীরের অভিনয় নিয়ে কোনো আগ্রহ নেই তার।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমি রণবীরের কাজ দেখি না, তবে আমি জানি সে তার মেয়ে রাহাকে খুব ভালোবাসে।

ব্যস, বাবা হিসেবে ভালো।’

তিনি আরও বলেন, ‘আমি এটুকুর জন্যই তাকে সম্মান করি। আমি তার অভিনয় সম্পর্কে কিছুই জানি না, আর জানতেও চাই না। কে অভিনেতা, কে ‘অ্যানিম্যাল’, কে কাপুর – এসব আমার কিছু আসে যায় না।

শুধু এটুকুই আমার কাছে গুরুত্বপূর্ণ যে সে একজন ভালো বাবা। সে তার মেয়েকে অনেক ভালোবাসে, আর আমার জন্য সেটাই যথেষ্ট।’

আরো পড়ুন
অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে

অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে

 

এর পাশাপাশি রণবীর কাপুরের ব্যক্তিত্বের প্রশংসাও করেন রাহুল। জানান, একটি মানুষের চরিত্র মূল্যায়নের মাপকাঠি কখনোই তার আর্থিক সাফল্য হতে পারে না। তার ভগ্নিপতি রণবীর তার সৎবোনের প্রতি সবসময় সম্মানজনক আচরণ করেছেন বলেও জানান রাহুল।

তিনি বলেন, “খ্যাতি, টাকা, সাফল্য — এসব আসবে যাবে, কিন্তু একজন মানুষ হিসেবে রণবীর একজন চমৎকার। তিনি আমার সৎবোনকে সম্মান করেন, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সবকিছুই গৌণ।”

মহেশ ভাটের পুত্র রাহুল ভাট একজন ফিটনেস ট্রেনার। বলিউডের অনেক তারকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ২০১০ সালে বিগ বস ৪-এর প্রতিযোগী ছিলেন রাহুল। ভাট পরিবারের সদস্য হলেও মিডিয়ায় খুব অল্প কথা বলেন রাহুল।

মন্তব্য

বক্স অফিসে এগিয়ে ‘কেসারি ২’, ধুঁকে ‍ধুঁকে চলছেন ‘জাট’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বক্স অফিসে এগিয়ে ‘কেসারি ২’, ধুঁকে ‍ধুঁকে চলছেন ‘জাট’
অক্ষয় ‍কুমার ও সানি দেওল

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটি দর্শক প্রশংসার পাশাপাশি বক্স অফিসে আয়ের ধারা কিছুটা ধরে রেখেছে। যদিও আয়ের অঙ্ক বেশ কম, তবে এই মুহুর্তে সানি দেওলের জাটের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসের চালকের আসনে অক্ষয়।

মুক্তির প্রথম দিন অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ৭ কোটি ৭৫ লাখ টাকা আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে।

বুধবার (২৩ এপ্রিল) মুক্তির পর ষষ্ঠ দিনে বক্স অফিসে অক্ষয় কুমারের সিনেমাটি ৩ কোটি ২০ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় আয় কিছুটা কমেছে এদিন। ফলে বর্তমানে কেশরী চ্যাপ্টার ২-এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ২০ লাখ টাকায়।

আরো পড়ুন
অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে

অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে

 

এর আগে শনিবারে কেসারি ২-এর আয় ৯.৭৫ কোটি ও রবিবারে  এবং রবিবারে আয় বেড়ে হয় ১২ কোটি।

সোমবারে আয়ের কিছুটা পতন হয়। এদিন ৪ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে সিনেমাটি। পঞ্চম দিনে আয় করেছে ৫ কোটি টাকা।

করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।

অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পেয়েছে এটি।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

এদিকে মুক্তির দ্বিতীয় সপ্তাহে সানি দেওলের জাটের আয় বেশ কমতির দিকেই। বুধবার সিনেমাটি বক্স অফিসে মাত্র ১ কোটি ৯ লাখ টাকা আয় করতে পেরেছে। বর্তমানে ভারতীয় বক্স অফিসে জাট-এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৯ কোটি ২২ লাখ টাকা।

মুক্তির প্রথম সপ্তাহে এটি ৬১ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার সেই আয়ের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। শনিবার কিছুটা আয় কমে হয় ৩.৭৫ কোটি টাকা। রবিবার ৫ কোটি টাকা ঘরে তুলেছে জাট। সোমবার দিন ১ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার আয় তুলেছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে জাট। সিনেমাটি পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মুল ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। আরো রয়েছেন রণদীপ হুদা ও সাইয়মি খের।

মন্তব্য

সর্বশেষ সংবাদ