<p>আইওটি প্রডাক্ট লাইন ও অ্যাপ ‘আলো’ চালু করেছে গ্রামীণফোন। বাড়ি, অফিস, যানবাহন, স্বাস্থ্য, কৃষি, শহর, বায়েনিক্সসহ নানা খাতে স্মার্ট প্রযুক্তির অনন্য সুবিধা নিশ্চিতের প্রত্যয়ে এই কার্যক্রম শুরু করেছে কম্পানিটি।</p> <p>গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন আটটি আইওটি পণ্য উন্মোচন করে।</p> <p>অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে উন্মোচিত আটটি আইওটি পণ্য হলো আলো ভেহিকল ট্র্যাকার প্রো, আলো ভেহিকল ট্র্যাকার ওবিডি, আলো ভেহিকল ট্র্যাকার, আলো রিমোট সকেট, আলো রিমোট সুইচ, আলো ডিটেক্টর, আলো গ্যাস ডিটেক্টর ও আলো স্মোক ডিটেক্টর।</p> <p>এর মধ্যে আলো স্মার্ট আইওটি সলিউশনসের আওতাভুক্ত এই পণ্যগুলো স্মার্ট হোম, স্মার্ট অফিস ও স্মার্ট ট্রান্সপোর্টেশন অর্থাত্ যানবাহনব্যবস্থা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধাসংবলিত এই ডিভাইসগুলো শুধু একটি অ্যাপ ব্যবহার করেই নিয়ন্ত্রণ করা যাবে। ফলে ব্যবহারকারীরা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।</p> <p>আগামী ২৬ ডিসেম্বর থেকে রাজধানীর গুলশান-২, জিপিহাউস, বসুন্ধরা ও চট্টগ্রামে জিইসি মোড়ে অবস্থিত গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে পছন্দের আইওটি পণ্যগুলো প্রি-বুক করতে পারবে আগ্রহীরা।</p> <p>আইওটি প্রডাক্ট লাইন ও অ্যাপ আলো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিবসহ অন্য কর্মকর্তা ও সদস্যরা।</p>