<p>নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দেশের একমাত্র সরকারি বিমান পরিচালনা সংস্থাটি কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জন নিয়োগ দেবে। সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। </p> <p> প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১২ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টার মধ্যে। </p> <p><br /> <strong>যোগ্যতা:</strong> ন্যূনতম এসএসসি পাস। নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এছাড়া অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।<br /> <strong>বয়সসীমা:</strong> ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ৩২ বছর।<br /> বেতন বিভাগ: ১</p> <p><br /> <strong>আবেদন ফি:</strong>  চার্জসহ ১১২ টাকা। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। <br /> <strong>আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি:</strong> <a href="http://bbal.teletalk.com.bd" target="_blank">http://bbal.teletalk.com.bd</a></p>