<p>ক্ষুদ্রঋণের কাজে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। নিয়োগ পাওয়ার পর দেশের যেকোনো শাখায় কাজের মানসিকতা থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।</p> <p> <br /> <strong>প্রার্থী বাছাই ও নির্বাচন পদ্ধতি: </strong>ব্র্যাকের শাখা অফিসে কর্মরত কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইনে পাওয়া সব আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়।</p> <p>এসব প্রার্থীকে পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানাবে কর্তৃপক্ষ। ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়েই সাধারণত পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ এবং রচনামূলক এই দুই পদ্ধতিতেই লিখিত পরীক্ষা নেয় নিয়োগ কর্তৃপক্ষ।</p> <p>পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর সাধারণ মানের প্রশ্ন আসে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নেওয়া হয় মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের সাধারণ জ্ঞান, কাজ করার ধৈর্যশক্তি, উপস্থাপনা ইত্যাদি যাচাই করা হয়। দুই পরীক্ষায় ভালো করতে পারলেই সুযোগ মিলবে চাকরির।</p> <p> <br /> <strong>আবেদনের যোগ্যতা: </strong>ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (মাইক্রোফাইন্যান্স দাবি) পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। লাগবে না চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতা। অর্থাৎ সদ্য পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগের ক্ষেত্রে নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি বা প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন। বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।</p> <p> <br /> <strong>কাজ কী: </strong>‘ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদের কর্মীদের কাজ হলো মূলত—সমিতিতে ঋণ বিতরণ ও ঋণ আদায়, ঋণ বৃদ্ধি, সঞ্চয় আদায় ও উত্তোলন। গ্রাহকদের আর্থিক সেবা প্রদানসহ আর্থ-সামাজিক উন্নয়ন, টেকসই দারিদ্র বিমোচনে সহায়তা ও গ্রাহকসেবা নিশ্চিতেও দায়িত্ব পালন করতে হয় কর্মীদের। নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে।</p> <p> <br /> <strong>বেতন ও সুযোগ-সুবিধা:</strong> নিয়োগ পাওয়ার পর কর্মীদের ৬ মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে মাসিক বেতন ধরা হবে ২৩ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে ব্র্যাকের নিজস্ব বেতন কাঠামো অনুসারে মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকল্যে ৩০,১৭৪ টাকা। কাজে দক্ষতা দেখাতে পারলে পরবর্তীতে পাওয়া যাবে পদোন্নতি। এ ছাড়া উৎসব ভাতা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবন বীমা, যাতায়াত ভাতাসহ আরো বেশ কিছু আর্থিক সুবিধা রয়েছে। </p> <p> <br /> ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট (careers.brac.net) ও বিডিজবসের (www.bdjobs.com) মাধ্যমে আবেদন করতে হবে।</p>