<p>অস্থায়ী ভিত্তিতে ১২ ধরনের পদে ৫২৪ জন নিয়োগ দেবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম। পদগুলো ১৭ থেকে ২০তম গ্রেডের। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলার (সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করতে হবে ১২ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে। </p> <p><strong>পদের বিবরণ:</strong><br /> ১. পোস্টম্যান<br /> পদ সংখ্যা: ১৯০টি<br /> যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)</p> <p>২. স্ট্যাম্প ভেন্ডার<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)</p> <p>৩. ওয়্যারম্যান<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি/সি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে।<br /> বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)</p> <p>৪. আর্মড গার্ড<br /> পদ সংখ্যা: ৫টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।<br /> বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)</p> <p>৫. প্যাকার কাম মেইল ক্যারিয়ার<br /> পদ সংখ্যা: ১২৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)</p> <p>৬. অফিস সহায়ক (এমএলএসএস)<br /> পদ সংখ্যা: ২৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৭. গার্ডেনার<br /> পদ সংখ্যা: ৫টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৮. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)<br /> পদ সংখ্যা: ১১টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৯. বার্তাবাহক<br /> পদ সংখ্যা: ২টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>১০. রানার<br /> পদ সংখ্যা: ১৩১টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>১১. বোটম্যান<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>১২. নিরাপত্তা প্রহরী<br /> পদ সংখ্যা: ২৭টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> বয়স: আবেদনকারীর বয়স ১১ জানুয়ারি ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।</p> <p><strong>আবেদন ফি: </strong>চার্জসহ ৫৬ টাকা। <br /> <strong>আবেদনের লিংক: </strong><a href="http://pmgec.teletalk.com.bd" target="_blank">http://pmgec.teletalk.com.bd</a><br />  </p>