<p style="text-align:justify">শীতে খানিকটা উষ্ণতা খুঁজতে পারেন রঙিন ফুলের মাঝে। শীতের ভোরে বারান্দায় উঁকি দেবে শিশিরভেজা গাঁদা, কসমস, ডালিয়ারা।</p> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify"><strong>গাঁদা দিয়ে শুরু করুন</strong></p> <p style="text-align:justify">শীতে এই ফুলের প্রাচুর্য সবচেয়ে বেশি চোখে পড়ে। ইনকা গাঁদা, চায়না গাঁদা, দেশি গাঁদা, রক্তলাল গাঁদা, হলুদ গাঁদা, হলুদ-লাল মেশানো বড় গাঁদা, রাজ গাঁদা ফুলের চারা পাওয়া যাবে আশপাশের নার্সারিতেই। তাই গাঁদা দিয়েই শীতের বাগান শুরু করতে পারেন। এতে কম সময়ে বেশি ফুলে ভরে উঠবে আপনার বারান্দা বাগান।</p> <p style="text-align:justify"><strong>আরো যত ফুল</strong></p> <p style="text-align:justify">চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, প্যানজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেরা, কারনেশান, পপি, সূর্যমুখী, পর্টুলেকা, ক্যালেন্ডুলা, হলিহক, সুইট পি, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাস এমনকি গোলাপকেও শীতের ফুলের সঙ্গী করতে পারেন।</p> <p style="text-align:justify"><strong>গ্রিলের জন্য</strong></p> <p style="text-align:justify">বারান্দা সাধারণত ছোটই হয়। তাই একটু বেশি ফুলের সান্নিধ্য পেতে চাইলে গ্রিলে বা ওয়ালে কিছু গাছ ঝুলিয়ে দিতে পারেন। পিটুনিয়া, ন্যাস্টারশিয়াস, অ্যাস্টার, ভারবেনা ফুল ঝোলানোর জন্য সবচেয়ে সুবিধাজনক। বারান্দার গ্রিলে এ সময় কিছু গাছ লতিয়ে দিতে পারেন। এ জন্য নীলমণি লতা, মর্নিং গ্লোরি, রেল লতা, সুইট পি বেছে নিতে পারেন।</p> <p style="text-align:justify"><img alt="kalerkantho" src="http://www.kalerkantho.comhttp://cdn.kalerkantho.com/public/news_images/ckfinder/innerfiles/images/Print%20Version%20Online/magazine/2022/Novembar/27-11-2022/kalerkantho_27-11-2022-em-018.jpg" style="border:0px; box-sizing:border-box; height:483px; max-width:640px !important; vertical-align:middle; width:800px" /></p> <p style="text-align:justify"><strong>টবের জন্য</strong></p> <p style="text-align:justify">টবের জন্য বেশি সুবিধাজনক ফুলগাছের মধ্যে রয়েছে গাদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা, কারনেশান, ক্যালেন্ডুলা, অ্যাস্টার ইত্যাদি।</p> <p style="text-align:justify">গাছ তো চেনা হলো, এবার ইচ্ছামতো এসব গাছ টব, গ্রিল বা ঝুলন্ত টবে লাগিয়ে বারান্দায় সাজিয়ে নিন। টবে গাছ লাগানোর সুবিধাও আছে। এতে ইচ্ছামতো অদলবদল ঘটিয়ে বাগানটা সাজিয়ে নেওয়া যায়। গাছের জন্য মাটির পাত্রের টব সবচেয়ে ভালো। কারণ এগুলো অতিরিক্ত পানি শোষণ করতে পারে, প্রয়োজনে সেই পানি শিকড়ের কাজে লাগে। তবে প্লাস্টিক, সিরামিক কিংবা অন্যান্য পাত্রও ব্যবহার করতে পারেন।</p> <p style="text-align:justify"><strong>যত্ন নেবেন যেভাবে</strong></p> <p style="text-align:justify">বারান্দায় রোদ কম পড়লে সপ্তাহে দুদিন গাছগুলোকে ছাদে বা বাইরে রোদে দিন। রোদ পেলে দ্রুত গাছে ফুল আসে। পুষ্টির জন্য সরিষার খৈল কয়েক দিন একটি পাত্রে ভিজিয়ে রেখে তা গুলে মাসে দুবার গাছের গোড়ায় দিন।</p> <p style="text-align:justify">গাছের গোড়া ভেজা থাকলে পানি দেওয়ার দরকার নেই। দুই সপ্তাহ পর পর গাছের গোড়ার মাটি হালকা নিড়িয়ে দিন। নিয়মিত গাছে ডিটারজেন্ট মিশ্রিত পানি স্প্রে করুন। এতে গাছে পিঁপড়া, মিলিবাগ ও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ কম হবে।</p> <p style="text-align:justify"><strong>কোথায় পাবেন, কেমন দাম</strong></p> <p style="text-align:justify">আগারগাঁও, দোয়েল চত্বর, ধানমণ্ডি, তাজমহল রোড, মিরপুর রোড, দিয়াবাড়ী রোড, খিলগাঁও, উত্তর সেক্টর-৩-সহ নানা স্থানে নার্সারি পাবেন।   পছন্দমতো ফুলগাছ বেছে নিতে পারবেন এখান থেকে। চাইলে ফুল ফোটা গাছসহ টবও কিনে নিতে পারেন। এসব নার্সারিতে শীতের ফুলগাছ পাওয়া যাবে ৫০ থেকে ২০০ টাকার মধ্যে।</p>