<p>শীতকালে একেবারে ঘেমে-নেয়ে অস্থির হওয়ার বিষয়টি থাকে না। তাই বলে কাপড়ে ঘামের গন্ধ তৈরি হয় না, এমনটা কিন্তু নয়। বরং শীতকালে খুব ঘাম হয় না বলে অনেকেই এক জামা দুয়েকবার পরেন। ফলে ঘাম লাগা কাপড় না ধুয়ে রেখে দিলে কিংবা ধোয়ার পরও পোশাক থেকে গন্ধ বের হতে পারে। </p> <p>মূলত ঘামের কারণে যে গন্ধ হয় তা ব্যাকটেরিয়ার কারণেই। যারা অতিরিক্ত ঘামেন, জিম বা ব্যায়ামের সময় ঘামে ভিজে যাওয়া কাপড় না ধুয়ে রেখে দিলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। অনেক সময়ই হয়তো ঘামে ভেজা পোশাক ধুয়ে রাখা সম্ভব হয় না। সে ক্ষেত্রে বাতাসে ঘাম শুকিয়ে তারপর জামা গোছানো উচিত। অন্যথায় ঘামের গন্ধ জামায় থেকে যাবে। তবে খেয়াল রাখুন, ঘামে ভেজা জামা যাতে রোদে শুকানো না হয়। এতে ঘামের দাগ বসে যাবে। অন্যদিকে ঘাম লাগা জামা ইস্ত্রি করাও উচিত না। </p> <p>ঘামে ভেজা জামা থেকে অনেক সময় ধোয়ার পরও গন্ধ দূর হয় না। কারণ এতে ব্যাকটেরিয়া বেশ ভালোভাবেই জেঁকে বসে। ঘামের গন্ধ দূর করতে ভিনেগার কাজে লাগাতে পারেন। কেননা ভিনেগার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এটি কাপড় থেকে গন্ধ দূর করতে সাহায্য করে। জেনে নিন কিভাবে ভিনেগার দিয়ে জামা থেকে ঘামের গন্ধ দূর করতে পারবেন― </p> <p>একটি পাত্রে অর্ধেক গরম পানি নিন। এবার এতে এক গ্লাস ভিনেগার যোগ করুন। এবার ঘামের গন্ধযুক্ত জামাকাপড় এক ঘণ্টা ভিজিয়ে রাখুন তাতে। এক ঘণ্টা পর ওয়াশিং মেশিনে বা হাতে ধুয়ে ফেলুন কাপড়গুলো। ধোয়া কাপড়গুলো ভালোভাবে রোদে শুকাতে ভুলবেন না।</p>