<p>আজ ১ আগস্ট। জাতীয় গার্লফ্রেন্ড দিবস। তবে বয়ফ্রেন্ডদের জন্য এদিন নয়। এ দিনটি শুধু নারীদের জন্যই। নারীরা নিজের কাছের বান্ধবীর সঙ্গে এই দিনটি পালন করে থাকেন। বান্ধবী জীবনের একটি বিশাল স্থান দখল করে থাকেন। একমাত্র তারাই প্রেমিকদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। আশা, স্বপ্নসহ ব্যক্তিগত সব কিছু বলার নিরাপদ স্থান বান্ধবী।</p> <p>জানা গেছে, গার্লফ্রেন্ড দিবস তৈরি করতে সবচেয়ে জোরালো দাবিটি এসেছে সুসান নামক এক নারীর কাছ থেকে। একটি বিলাসবহুল ওয়েবসাইট চালান তিনি। ২০০৪ সালে বান্ধবীদের একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ হিসেবে তারিখটি বেছে নিয়েছিলেন। একই সঙ্গে দিনটি উদযাপনও করেন তিনি।</p> <p>বিশ্বজুড়ে বান্ধবীদের নানা বিখ্যাত গল্প রয়েছে। যা শুনলে আপনি বুঝে যাবেন যে, মেয়েরা মেয়েদের শত্রু না, বরং সেরা বন্ধু হতে পারে।</p> <p>এডিনবার্গ সেভেন নামে একটি গ্রুপ ছিল। তারা সবাই বান্ধবী ছিলেন। ১৮৬০-এর দশকে যুক্তরাজ্যের মেডিক্যালে ভর্তি হওয়ার জন্য লড়াই করেছিলেন তারা। এ সময় তারাই ছিল প্রথম নারীর দল। এডিনবার্গ ইউনিভার্সিটিতে মেডিসিন অধ্যয়ন করা সত্ত্বেও তাদের স্নাতক এবং ডাক্তার হতে বাধা দেওয়া হয়েছিল। এরপর ১৮৭৬ সালে নারীদের বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার অনুমতি দেয়। এডিনবার্গ সেভেন ভবিষ্যতের মহিলা ডাক্তারদের জন্য পথ তৈরি করেছিল।</p> <p>প্রায় কাছাকাছি সময়ে, সুসান বি অ্যান্টনি ও এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন নামের দুজন নারীর বন্ধুত্ব হয়েছিল। তারা দুজন ১৮৫১ সালে একসাথ হয়েছিলেন। দুজনই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নারী অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা। শ্বেতাঙ্গ নারীদের ভোটাধিকারের জন্য অন্যতম পথপ্রদর্শক। ১৮৬৯ সালে তারা জাতীয় মহিলা ভোটাধিকার সমিতি গঠন করেছিলেন।</p> <p>টেনিস নারী খেলোয়াড় মার্টিনা নাভরাতিলোভা ও ক্রিস এভার্ট দেখিয়েছেন কীভাবে চরম প্রতিদ্বন্দ্বী হয়েও সেরা বন্ধু হওয়া যায়। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে দুজনে টেনিস টুর্নামেন্টের ফাইনালে লড়াই করেছিলেন। কিন্তু তারা টেনিস কোর্টের বাইরে ছিলেন সেরা বন্ধু। প্রায়ই টুর্নামেন্টে একসঙ্গে ভ্রমণ করতেন এই দুই তারকা। ম্যাচের বিরতির মাঝেও আড্ডা দিতেন।</p> <p>স্কুল-কলেজ জীবনে অনেক ঘনিষ্ঠ বান্ধবী থাকে। যারা স্কুলে না গেলে হয়তো আপনিও যেতেন না। যাদের ছাড়া স্কুলে একটা দিন কাটানো আপনার জন্য কঠিন হয়ে যেত। যে মানুষটা আপনার সব গোপন কথা জানত। আজকের এই বিশেষ দিনটি আপনার সেই বান্ধবীটির সঙ্গে কাটাতে পারেন। দিনটিকে স্মরণীয় করে তুলুন।</p> <p>সূত্র : নিউজ নাও ২৪</p>