<p>বর্তমান সময়ে তরুণদের মধ্যে অনেকেরই চুল সাদা হয়ে যেতে দেখা যায়। এ নিয়ে তাদের মধ্যে অনেক দুশ্চিন্তা বিরাজ করে। কেউ কেউ ডাই করে নিলেও এটি রুখতে পারে কিছু ভেষজ। চুল কালো ও ঘন করতে আয়ুর্বেদে অনেক ভেষজ বর্ণনা করা হয়েছে। তা জানাব আজকের প্রতিবেদনে।</p> <p>ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, দূষণ ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অকালে চুল পাকা দেখা দেয়। বর্তমানে এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধূসর চুল শুধু আমাদের চেহারাকে প্রভাবিত করে না বরং আমাদের আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয়। তাহলে আসুন জেনে নিই সেই বিশেষ কিছু ভেষজ সম্পর্কে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুলের ক্ষতি করে যেসব খাবার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/13/1726236946-77824799d3fde1e15130fa5bf780bdd2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুলের ক্ষতি করে যেসব খাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/13/1425095" target="_blank"> </a></div> </div> <p><strong>ভ্রিংরাজ</strong></p> <p>ভ্রিংরাজ চুল কালো করতে, চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। ভ্রিংরাজ তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুলের রং কালো ও চকচকে হয়। </p> <p><strong>মেথি</strong></p> <p>মেথির বীজ চুলের জন্য খুবই উপকারী। এটি চুল মজবুত, চুল পড়া রোধ এবং চুল কালো করতে সাহায্য করে। মেথি দানা পিষে চুলে লাগালে চুলের সমস্যা দূর হয়। এটি শুধু তেল নয়, হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুলে রং করা ডেকে আনতে পারে যেসব বিপদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/07/1725705702-a815716d2356ff49c9861310f5721943.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুলে রং করা ডেকে আনতে পারে যেসব বিপদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/07/1423058" target="_blank"> </a></div> </div> <p><strong>আমলা</strong></p> <p>আমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা চুলের জন্য খুবই উপকারী। এটি চুলকে সুস্থ রাখতে সাহায্য করে এবং চুলের অকাল পাকা হওয়া রোধ করে। আমলার রস বা আমলা পাউডার চুলে লাগালে চুলের সমস্যা দূর হয়। এছাড়াও আমলা চুলের জন্য একটি প্রাকৃতিক কন্ডিশনার। এটি চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে। আমলা তেল চুলে লাগালে চুলের সমস্যা দূর হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুল ঘন ও লম্বা করবে যে প্রাকৃতিক তেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725621318-b1d0f7b2468520db070c2a18c7e3867d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুল ঘন ও লম্বা করবে যে প্রাকৃতিক তেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/06/1422744" target="_blank"> </a></div> </div> <p><strong>নিম</strong></p> <p>নিম চুলের জন্য একটি অ্যান্টিসেপটিক। এটি চুলের গোড়া মজবুত করতে এবং খুশকি দূর করতে সাহায্য করে। নিম পাতার রস চুলে লাগালে চুলের সমস্যা দূর হয়।</p> <p>সূত্র : বোল্ডস্কাই</p>