<p style="text-align:justify">আড্ডা কিংবা অফিস, চা অনেকেরই নিত্যদিনের সঙ্গী। কেউ কেউ এতটাই চা পানে অভ্যস্ত যে, দিনে কত কাপ চা খেয়ে ফেলেন তার হিসাব থাকে না। তবে চা পান করতে গিয়ে ছোটবেলা থেকেই একটি কথা শুনেছেন নিশ্চয়ই, বেশি চা পানে নাকি গায়ের রং কালো হয়ে যায়।</p> <p style="text-align:justify">আরও একটি ধারণা আছে চা নিয়ে। চা বেশি পান করলে নাকি ঠোঁট কালো হয়ে যায়। এই কথাগুলো আদৌ কি সত্যি? বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চা পান করলে এতে থাকা অ্যান্টি-নিউট্রিয়েন্ট শরীরে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা কমিয়ে দেয়।</p> <p style="text-align:justify">তবে, চা পানের সঙ্গে গায়ের বা ঠোঁটের রং কালো হয়ে যাওয়ার কোন সম্পর্ক নেই। গরম চা পানে উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হয়, ঠোঁট কালো হয় না।</p> <p style="text-align:justify">সুতরাং, যারা ভাবেন যে, চা ত্বককে কালো করে দিতে পারে, তারা সম্পূর্ণ ভুল ভাবেন।</p>