<p>বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার আয়োজনে পলিথিন ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে নাটোর স্টেশন চকবৈধ্যনাথ এলাকায় অবস্থিত স্বপ্নকলি স্কুলের শিশুদের সাথে নিয়ে এ ক্যাম্পেইন করা হয়।</p> <p>এ সময় ১৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে পলিথিন ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত।</p> <p>তিনি বলেন, ‘ছোট বয়স থেকে আমাদের সচেতন হতে হবে। এখন থেকে আমাদের উচিত হবে বাড়ির শিশুদের পরিবেশ সম্পর্কে জানানো। কেননা, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাবি ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে ১০ বাস আটক, হেলপার গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730884533-9e63ac93ecb17d36f8d5f545215e1d68.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাবি ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে ১০ বাস আটক, হেলপার গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/06/1443440" target="_blank"> </a></div> </div> <p>ক্যাম্পেইনে তিনি শিশুদের পলিথিন ব্যবহার করলে কি ক্ষতি হয় তা বুঝিয়ে বলেন। এছাড়া এর বিকল্প হিসেবে কী ব্যবহার করা যেতে পারে তা নিয়েও তিনি আলোচনা করেন।</p> <p>সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর যে প্রভাব পড়েছে তা আমরা বুঝতে পারছি। সেজন্য পরিবেশ রক্ষা করা ছাড়া আমাদের বিকল্প নেই। তাই এই ধরনের উদ্যোগগুলো আমাদের গ্রহণ করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজারে ৪৪ মামলার আসামি জিয়া গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730883657-aeb9b7e8d1fd5ae3d4ca49f979fc88e1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজারে ৪৪ মামলার আসামি জিয়া গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443437" target="_blank"> </a></div> </div> <p>ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য আসলাম আলী সরদার, মোছা. রাশেদা খাতুন, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহন প্রমুখ।</p>