<p>আবহাওয়া বদলাতে শুরু করেছ। আর এমন সময় অনেকেই সর্দি-কাশির ফাঁদে পড়েন। কাশি হলে অনেকদিন ধরেই ভুগতে হচ্ছে। সঙ্গে উঠছে কফ। আর এমন সমস্যার পেছনে রয়েছে কিছু ভাইরাস। ঋতু পরিবর্তনের সময় এসব ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। যে কারণে কাশি হয়। এই ধরনের ভাইরাল কাশি মোটামুটি ৩০ দিনের মধ্যে কমে যায়। তবে কোনো কারণে কাশি যদি ১ মাসের বেশি চলে, সে ক্ষেত্রে সাবধান হতে হবে।</p> <p>টানা কাশি হওয়ার পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।</p> <p><strong>টিবি</strong></p> <p>এটি হলো একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই রোগে আক্রান্তদের কাশি হতে থাকে। সেই সঙ্গে জ্বর থাকে, ওজন কমে যায়, বুকে ব্যথা হয়। এর পাশাপাশি খুব ক্লান্তি থাকতে পারে। তাই এই ধরনের লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তার পরামর্শে চেস্ট এক্স রে এবং কফের পরীক্ষা করান। রোগ ধরা পড়লে খেতে হবে অ্যান্টিবায়োটিক।</p> <p><strong>অ্যাজমা</strong></p> <p>দিনের পর দিন কাশি না কমলে অ্যাজমার কথাও ভেবে দেখতে হবে। এই রোগে ভুক্তভোগীদের ফুসফুসে প্রদাহ হয়। সেই সঙ্গে এই অঙ্গের পেশি শক্ত হয়ে পড়তে পারে। যে কারণে কাশি হয়। সেই সঙ্গে হাঁপানি এবং শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের কোনো লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনি ইনহেলার নিতে বললে নিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্দি-কাশি প্রতিরোধে সন্তানকে যেসব খাবার খাওয়াবেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732466996-bb4b487eda6e25e4d92680d5a8eed677.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্দি-কাশি প্রতিরোধে সন্তানকে যেসব খাবার খাওয়াবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/24/1450203" target="_blank"> </a></div> </div> <p><strong>ফুসফুসের ক্যান্সার</strong></p> <p>দেশে দিন দিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই রোগে ভুক্তভোগীদেরও প্রাথমিকভাবে কাশি হয়। কাশি কমতে চায় না। কাশির সঙ্গে রক্ত বেরোতে পারে। দ্রুত গতিতে কমে যেতে পারে ওজন। এমনকি শ্বাসকষ্টও হতে পারে। তাই কাশি না কমতে চাইলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।</p> <p><strong>থাইরয়েডের প্রদাহ</strong></p> <p>অনেক সময় নানা কারণে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হওয়ার আশঙ্কা থাকে। যার ফলে গলা ব্যথা হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে কাশি। এছাড়া দীর্ঘদিন ধরে ধূমপান করলেও কাশি হতে পারে। এই সমস্যাকে স্মোকার্স কাফ বলা হয়। তাই ১ মাসের বেশি কাশি থাকলে চেষ্টা করুন ধূমপান ছেড়ে দিন।</p> <p><strong>অ্যাসিডিটি</strong></p> <p>নিয়মিত অ্যাসিডিটির সমস্যায় ভুক্তভোগীদেরও কাশি হতে পারে। আর এই সমস্যা সাধারণ কিছু অ্যান্টাসিড খেলেই সেরে যায়। তবে নিজের বুদ্ধিতে কোনো ওষুধ খাবেন না। এই ভুলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যেই ধরনের ওষুধ দেবেন, তা খেয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্দি-কাশিতে কতটা কাজে লাগে আদা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729098056-5a1ee91be31e555a830feaa58a43c281.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্দি-কাশিতে কতটা কাজে লাগে আদা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/16/1435862" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : এই সময়</p>