<p>বিয়ের পর মেয়েরাই স্থায়ীভাবে শ্বশুর বাড়িতে যান। সেখানে সবার সঙ্গে মেশার চেষ্টা করেন। বাবা-মায়ের মতো বিয়ের পর স্ত্রীও হয়ে উঠে ছেলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যেও অনেক পরিবর্তন দেখা যায়। এক্ষেত্রে তারা মনে করেন, তাদের আদরের ছেলে আর তাদের প্রতি খুব একটা মনোযোগ দিচ্ছে না। আর এই মনোভাব থেকেই শুরু হয় সম্পর্কের মধ্যে ফাটল।</p> <p>সংসারে অশান্তির জেরে ছেলে তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে দূরে থাকার চেষ্টা করেন। এমতাবস্থায় অভিভাবকদের কিছু বিষয়ে বিশেষ দৃষ্টি রাখতে হবে। যাতে এই পরিস্থিতির সৃষ্টি না হয়। চলুন দেখে নেওয়া যাক কী সেই টিপস-</p> <p><strong>সন্তানদের প্রাইভেসি দিন </strong></p> <p>বিয়ের পর নববিবাহিত দম্পতিকে মানসম্পন্ন সময় কাটানোর জন্য ব্যক্তিগত জায়গা দেওয়া উচিত। কারণ তাদের একে অপরকে জানা ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে বাবা-মা যদি সন্তানদের গোপনীয়তা বা প্রাইভেসি দিতে না পারেন, তাহলে দম্পতিরা পরিবার থেকে দূরে থাকার পদক্ষেপ নেন।</p> <p><strong>তুলনা এড়িয়ে চলুন</strong></p> <p>মা-বাবার উচিত তাদের ছেলে ও পুত্রবধূকে পরিবারের বা আত্মীয়স্বজনের কোনো ছেলে বা পুত্রবধূর সঙ্গে তুলনা না করা। কারো সঙ্গে তুলনা পরিবারে ফাটল সৃষ্টির ভিত্তি মজবুত করতে কাজ করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরিবারের সবার মধ্যে ইসলামের সাম্যনীতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/07/31/1722413761-0de4d5b587042d1969b5bc905a3f9394.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরিবারের সবার মধ্যে ইসলামের সাম্যনীতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/07/31/1410462" target="_blank"> </a></div> </div> <p><strong>বাধা এড়িয়ে চলুন </strong></p> <p>অভিভাবকদের অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে হবে। বিয়ের পরও ছেলের ওপর বাবা-মায়ের নিয়ন্ত্রণ করা কোনোভাবেই ঠিক নয়। অভিভাবকদের মনে রাখতে হবে যে আপনার সন্তান বড় হয়েছে এবং অন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার জীবনে প্রবেশ করেছে। এমতাবস্থায় অভিভাবকদের এসব বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে।</p> <p><strong>ঠাট্টা এড়িয়ে চলুন </strong></p> <p>সদ্য বিবাহিত নারীর কিছু অভ্যাস তার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করেন না, আর এমনটাই সাধারণত হয়। এমতাবস্থায় বাবা-মায়ের উচিত, তাদের পুত্রবধূকে নিয়ে ঠাট্টা না করা। পুত্রবধূর লাইফস্টাইল পছন্দ না হলে তাকে বোঝাতে হবে। এ ছাড়া ছেলের বিয়ের পরে পরিবর্তনের ব্যাপারেও কটূক্তি করা উচিত নয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733824929-d47f4f08b2f7a43aa8028269d38f88b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/10/1455947" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : বোল্ডস্কাই</p>