<p>বাথরুমের নিত্য ব্যবহৃত বালতি যদি নোংরা থাকে তাহলে দেখতে খুব একটা ভালো লাগে না। সবাই চায় বাথরুম ও এর ভেতরের প্লাস্টিকের বালতি মগও পরিষ্কার থাকুক।</p> <p>অনেক সময় দেখা যায় এই বালতি মগ বারবার ব্যবহারে পানির দাগ পড়ে যায়। বালতি মগের এমন দাগ বাথরুমের সৌন্দর্য নষ্ট করে। মেহমান এসে বাথরুমে ঢুকলে তাদেরও সবার আগে নজর যায় ওই নোংরা বালতির দিকে। এমন পরিস্থিতিতে কম পরিশ্রমে কীভাবে এগুলো নতুনের মতো পরিষ্কার করবেন চলুন জেনে নেওয়া যাক।</p> <p>প্লাস্টিকের বালতি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে একটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষত যখন নিয়মিত ব্যবহারের ফলে পানির সংস্পর্শে আসে তখন এগুলোতে দাগ বা সাদা স্তর পড়ে।</p> <p>এই দাগ শুধু বালতিটিকে নোংরা করে না, এতে উপস্থিত ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্যও দায়ী হতে পারে। নোংরা বালতির উপস্থিতি বাথরুমের সৌন্দর্যকে ব্যাহত করে। আসুন জেনে নিই কীভাবে একটি নোংরা প্লাস্টিকের বালতি সহজেই পরিষ্কার করা যায়।</p> <p><strong>কীভাবে বালতি পরিষ্কার করবেন</strong></p> <p><strong>১. ভিনেগার ও বেকিং সোডা</strong></p> <p>ভিনেগার ও বেকিং সোডা চমৎকার ক্লিনিং এজেন্ট। এক বালতি গরম পানিতে আধাকাপ সাদা ভিনেগার ও ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে বালতির ভেতরে ও বাইরে ভালো করে ঘষে নিন। দাগগুলো একগুঁয়ে হলে একটি বালতিতে মিশ্রণটি পুরিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733824929-d47f4f08b2f7a43aa8028269d38f88b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/10/1455947" target="_blank"> </a></div> </div> <p><strong>২. লেবু ও লবণ</strong></p> <p>লেবুতে প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে। এটি জেদি পানির দাগ দূর করতে সাহায্য করে। লেবুকে দুই ভাগে কেটে বালতিতে থাকা দাগের ওপর ঘষে নিন। এতে একটু লবণ যোগ করুন এবং আলতো করে ব্রাশ দিয়ে ঘষুন। কয়েক মিনিট রেখে বালতিটি পানি দিয়ে ধুয়ে ফেলুন।</p> <p><strong>৩. ব্লিচিং পাউডার</strong></p> <p>যদি দাগ খুব পুরানো ও জেদি হয়, তাহলে ব্লিচিং পাউডার ব্যবহার করুন। এক বালতি পানিতে এক চতুর্থাংশ কাপ ব্লিচিং পাউডার মেশান। এই মিশ্রণটি একটি বালতিতে পুরিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে বালতিটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।</p> <p>তবে ব্লিচিং ব্যবহারের সময় গ্লাভস পরে নিতে হবে এবং শিশুদের থেকে এটি দূরে রাখতে হবে।</p> <p><strong>৪. ডিটারজেন্ট ও গরম পানি</strong></p> <p>সাধারণ ডিটারজেন্ট ও গরম পানি ব্যবহার করা কঠিন পানির দাগ দূর করতেও সাহায্য করে। বালতিটি ডিটারজেন্ট পানিতে ডুবিয়ে ব্রাশের সাহায্যে পরিষ্কার করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতের দিনে শরীর গরম রাখতে সকালের নাস্তায় যা খাবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734088509-f8d26c1aa908960f1d4909ff89964231.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতের দিনে শরীর গরম রাখতে সকালের নাস্তায় যা খাবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/13/1457073" target="_blank"> </a></div> </div> <p><strong>৫. প্রতিদিনের যত্ন</strong></p> <p>প্রতিবার ব্যবহারের পরে পরিষ্কার পানি দিয়ে বালতি ধুয়ে শুকিয়ে নিন। এটি দাগ ও ময়লা জমতে বাধা দিতে পারে। কিন্তু যদি বালতিটি দীর্ঘদিন পরিষ্কার না করা হয় তবে এতে পুরু দাগ পড়ে যাবে।</p> <p>সূত্র : নিউজ ১৮</p>