<p>শীতকালীন সবজির মধ্যে খুবই জনপ্রিয় হলো শালগম। যদিও অনেকের কাছে বেশ অপছন্দের এই সবজি। তবে এতে রয়েছে ভিটামিন সি, ই আর কে। এ ছাড়া শালগমে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে। তাই নিয়মিত শালগম খাওয়া শরীরের জন্য খুবই উপকারী।</p> <p>মানবদেহে কী কী উপকারে আসে এই শালগম, চলুন জেনে নিই-</p> <p>রোগ প্রতিরোধে শালগম খুব ভালো কাজ করে শালগম। এ ছাড়া রক্তচাপ কমাতেও সাহায্য করে। এ সবজিটি পটাশিয়াম সমৃদ্ধ, ফলে রক্তের প্রয়োজনীয় উপাদানের সমতা বজায় থাকে। ভিটামিন ও পটাশিয়াম ছাড়াও শালগমে রয়েছে ক্যালসিয়াম। তাই এটি হাড়ের জন্যও খুব উপকারী। </p> <p>শালগমে আছে প্রচুর ফাইবার। তাই এটি পরিপাকের উন্নতিতে সাহায্য করে। হজমেও ভালো কাজ করে। যদি কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে, তবে সে ক্ষেত্রে শালগম কিন্তু বেশ উপকারী।</p> <p>শালগমের মধ্যে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লালশাকের পুষ্টিগুণ ও উপকারিতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733915635-dbab6fd014facb58ffab4454519a7c52.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লালশাকের পুষ্টিগুণ ও উপকারিতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/11/1456362" target="_blank"> </a></div> </div> <p>দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে শালগম। এতে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন থাকে প্রচুর। যে কারণে শালগম খেলে ছানি পড়া, ম্যাকুলার ডিজেনারেশন এইসব চোখের সমস্যা থেকে মুক্তি মিলবে।</p> <p>ওজন নিয়ন্ত্রণে রাখতে চান যারা তাদের জন্য কার্যকরী একটি উপায় হলো শালগম খাওয়া। এতে রয়েছে পর্যাপ্ত লিপিড, যা মেটাবোলিজম ঘাটতি দূর করে। এর ফলে শরীরে ফ্যাটের মাত্রা কমে, নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733824929-d47f4f08b2f7a43aa8028269d38f88b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/10/1455947" target="_blank"> </a></div> </div> <p>শালগম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এতে থাকা গ্লুকোসিনোলেটস নামক প্রাকৃতিক কেমিক্যাল সব রকমের ক্যান্সার রোধ করতে সাহায্য করে। তাই ক্যান্সার থেকে দূরে থাকতে চাইলে শীতের এই সবজি খাওয়ার অভ্যাস করুন।</p>