<p>ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের মধ্যে রয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। দুজনের মধ্যে যোগাযোগ হ্রাস পাচ্ছে এবং কথা বলার সময়ও মনোযোগ থাকছে না। এটি সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধির একটি স্পষ্ট লক্ষণ।</p> <p>আপনি যদি মনে করেন যে সঙ্গীর সঙ্গে দূরত্ব অনেক বেড়ে গেছে, তাহলে দেরি না করে সরাসরি তার সঙ্গে কথা বলুন। কিছু উপায় আছে, যা যেকোনো খারাপ সম্পর্ককে আবার সুন্দর করতে অনেক সাহায্য করতে পারে।</p> <p><strong>সঙ্গীর সঙ্গে সময় কাটান</strong></p> <p>সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হলে একে অপরের সঙ্গে আরো বেশি সময় কাটাতে হবে। সম্পর্কের তিক্ততা ও দূরত্ব কমাতে নিজেকেই চেষ্টা করতে হবে। এর জন্য অপরজনের উদ্যোগ নেওয়ার অপেক্ষা করবেন না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সম্পর্কের মধ্যে যখন উত্থান-পতন থাকে, তখন একে অপরের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করা উচিত। সম্পর্ককে আবার মজবুত করার এটাই সবচেয়ে ভালো উপায়।</p> <p><strong>দূরত্ব কমানোর চেষ্টা করুন</strong></p> <p>প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হলে, জীবনে মোড় সৃষ্টি হয়। কখনো কখনো একসঙ্গে থাকলেও সম্পর্কের দূরত্ব এতটাই বেড়ে যায় যে তারা একে অপরের সঙ্গে কথা বলেন না। কখনো কখনো এটি প্রতিকূল পরিস্থিতির কারণেও ঘটে এবং সঙ্গীর সঙ্গে পুনরায় সংযোগ রক্ষা করতেও দ্বিধা করেন। এই দ্বিধা এবং কখনো কখনো অহং সম্পর্ককে দুর্বল করে তোলে। তাই সব সময় আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন। কমিউনিকেশন গ্যাপ যেকোনো সম্পর্কের বড় ক্ষতি করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাম্পত্য জীবনে ক্ষতি বয়ে আনতে পারে যেসব অভ্যাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/05/1733389279-6a6197be35b743aeaa28c33c85c921ff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাম্পত্য জীবনে ক্ষতি বয়ে আনতে পারে যেসব অভ্যাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/05/1454128" target="_blank"> </a></div> </div> <p><strong>পুরনো স্মৃতিচারণা</strong></p> <p>নতুন স্মৃতি তৈরির পাশাপাশি, সঙ্গীর সঙ্গে পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলা উচিত। যা আপনাদের ভালোবাসাকে শক্তিশালী করবে। পুরনো মধুর স্মৃতি মানুষকে একসঙ্গে রাখতে এবং তিক্ততা কমাতে অনেক সাহায্য করে। যখনই সম্পর্কের মধ্যে তিক্ততা আসে, পুরনো স্মৃতিগুলো নিয়ে আলোচনা করলে একসঙ্গে কাটানো মূল্যবান মুহূর্তগুলো নিয়ে আলোচনা খুব ভালো সম্পর্কের জন্য। এই স্মৃতিচারণা আপনাদের মানসিক সংযোগ বাড়াবে ও দূরত্ব মেটাবে।</p> <p>সূত্র : আজতক বাংলা</p>