<p>শুধু চুল বা ত্বকের ভালোর জন্যই নারকেল তেল ব্যবহার হয় না, এই তেলের রয়েছে আরো অনেক উপকারিতা। তার মধ্যে একটি হলো দাঁতের যত্নে এই তেলের ব্যবহার। দাঁতের হলদে দাগছোপ দূর করতে এই তেল বেশ উপকারে আসে। সাধারণ দাঁতের ব্যথা, সংক্রমণ, মাড়ির সমস্যা দূর করতে আমরা লবঙ্গ তেল ব্যবহার করে থাকি। তবে নারকেল তেল ব্যবহার করে দাঁতের হলদে ছোপ দূর করা যায় খুব সহজেই।</p> <p>কিন্তু কীভাবে নারকেল তেল দাঁতে ব্যবহার করবেন, তা দেখে নিন এই প্রতিবেদনে। তবে দাঁতে কোনো সংক্রমণ হয়ে থাকলে বা ব্যথা থাকলে, মাড়িতে ইনফেকশন হয়ে থাকলে- চিকিৎসকের পরামর্শ ছাড়া দাঁতে নারকেল তেল ব্যবহার করবেন না। </p> <p>দাঁতের হলদে দাগছোপ দূর করার জন্য বিভিন্ন ধরনের লিপিড ব্যবহার করা হয়। লিপিড হলো বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যা পানিতে মেশে না। দাঁতের হলুদ দাগছোপ দূর করার জন্য ব্যবহার করতে পারেন নারকেল তেল ও তিসির তেল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে কোমল ও মোলায়েম ত্বকের জন্য কী করবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735310420-860b06a70887f3875985f0189ea35ef2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে কোমল ও মোলায়েম ত্বকের জন্য কী করবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/27/1462009" target="_blank"> </a></div> </div> <p>মুখের ভিতরে জীবাণু থাকলে, দুর্গন্ধ হলে বা দাঁতে ক্যাভিটি দেখা দিলে এসব সমস্যাও দূর করে এই নারকেল তেল। তবে দাঁতের হলদে দাগছোপ দূর করার জন্য নারকেল তেল ব্যবহার করলে কিংবা অন্য কোনো কাজে মুখের ভেতর নারকেল তেল ব্যবহার করলে পরে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। </p> <p>নারকেল তেলের সাহায্যে দাঁতের হলদে ছোপ দূর করতে চাইলে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে ব্যবহার করতে হবে। ভালো করে দাঁতের মধ্যে নারকেল তেল ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাম্পত্য জীবনের তিক্ত সম্পর্কে মধুরতা আনবেন যেভাবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735377263-15059b8dace6385b84af4d7c14c24c21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাম্পত্য জীবনের তিক্ত সম্পর্কে মধুরতা আনবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/28/1462289" target="_blank"> </a></div> </div> <p>হাতের আঙুলের পরিবর্তে ব্রাশ নারকেল তেলে ভিজিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন এই তেল। তবে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। নারকেল তেলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে তারপর সেই মিশ্রণ দাঁতে ভালো করে লাগিয়ে নিতে হবে। তাহলে উপকার পাওয়া যাবে। নারকেল তেলের সঙ্গে সামান্য হলুদ মিশিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন। এতে দূর হবে হলদে দাগছোপ।</p> <p>সূত্র : এবিপি আনন্দ</p>