<p>আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয় প্রাকৃতিক উদ্ভিদ, শিকড়, মসলা ও বিভিন্ন খনিজ পদার্থ। এই ভেষজগুলো ভারসাম্য বজায় রেখে শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে। শীতের সময় আয়ুর্বেদিক ভেষজ শরীরের উষ্ণতা বজায় রেখে পুষ্টি জোগায় এবং হজমে সাহায্য করে। এমনকি রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।</p> <p>এসব ভেষজে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাডাপ্টোজেন ও অ্যান্টি-ইনফ্লেমেটরি এজেন্টের মতো শক্তিশালী বায়োঅ্যাকটিভ যৌগ থাকে। যা মৌসুমি রোগের সঙ্গে লড়াই করে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে এই ভেষজগুলো খাদ্যতালিকায় যোগ করতে পারেন।</p> <p><strong>অশ্বগন্ধা</strong></p> <p>অশ্বগন্ধায় উপস্থিত অ্যাডাপ্টোজেনিক উপাদান মানসিক ও শারীরিক চাপ মুক্ত করে এবং কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। ফলে সর্দি-কাশি দূর হয় এবং ঘুম ভালো হয়। আর ভালো ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমলালেবুর খোসা কি খাওয়া যায়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735383262-d7653913ea2d3ef4cb94862251c0fcde.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমলালেবুর খোসা কি খাওয়া যায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/28/1462311" target="_blank"> </a></div> </div> <p><strong>তুলসী</strong></p> <p>শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল ভেষজ সম্পন্ন তুলসী শ্বাসযন্ত্রের সংক্রমণ রুখতে এবং ঠাণ্ডা ও ফ্লু-এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় তুলসী শরীরকে ডিটক্সিফাই করে এবং প্রদাহ কমায়।</p> <p><strong>হলুদ</strong></p> <p>সক্রিয় যৌগ কারকিউমিনের জন্য পরিচিত হলুদে আছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং শীতকালে শরীরকে উষ্ণতা প্রদান করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এই শীতে স্কার্ফ দিয়েই হবে ট্রেন্ডি লুক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735379957-09ae1e32ea294fe1e5494fc243bf695e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এই শীতে স্কার্ফ দিয়েই হবে ট্রেন্ডি লুক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/28/1462299" target="_blank"> </a></div> </div> <p><strong>আমলকী</strong></p> <p>ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আমলকী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে ওস্তাদ। এটি শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।</p> <p><strong>নিম</strong></p> <p>নিম তার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি রক্তকে ডিটক্সিফাই করে, লিভারকে ভালো রাখে এবং ঠাণ্ডার সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। প্রতিদিন ডিটক্সের জন্য নিমপাতা খান অথবা নিম-মিশ্রিত পানি ব্যবহার করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিশুদেরও হতে পারে ডায়াবেটিস, যে লক্ষণে বুঝবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735384928-d9eed75b4137c27af81590c08cad1931.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিশুদেরও হতে পারে ডায়াবেটিস, যে লক্ষণে বুঝবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/28/1462321" target="_blank"> </a></div> </div> <p><strong>দারুচিনি</strong></p> <p>শীতে শরীরের উষ্ণতা বজায় রাখতে, বিপাকক্রিয়া বাড়াতে ও মাইক্রোবিয়াল সংক্রমণ প্রতিরোধ করতে দারুচিনি সিদ্ধহস্ত। এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালন ভালো করতে সাহায্য করে।</p> <p><strong>ত্রিফলা</strong></p> <p>রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে ডিটক্সিফাই করতে ত্রিফলার মতো উপকারী ভেষজ খুঁজে পাওয়া দুষ্কর। নিয়মিত ত্রিফলা সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। রোজ রাতে ঘুমানোর আগে গরম পানির সঙ্গে ত্রিফলা গুঁড়ো মিশিয়ে বা ক্যাপসুল খেলে উপকার মেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে শরীর গরম রাখবে যেসব মসলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735304698-98b82baf6c455ba0e50e06f65a832ed8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে শরীর গরম রাখবে যেসব মসলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/27/1461990" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : এই সময়</p>