<p>শীত এলে ঠোঁট ফাটে না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেক উপায় অবলম্বন করার পরও ঠোঁট ফাটা বন্ধ করতে পারেন না। তবে বাজারে পাওয়া অনেক ধরনের জেলের পাশাপাশি ঘরোয়া কিছু উপায়েও এই সমস্যা দূর করা সম্ভব। কীভাবে ঠোঁট ফাটা বন্ধ করবেন তা নিয়েই এ প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।</p> <p>১. পর্যাপ্ত পানি পান সব সময় ত্বকের জন্য উপকারী। এটি ঠোঁটের যত্নেও বেশ কাজে দেয়। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে গর্ভবতী নারীদের সতর্কতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/01/1735720306-9d14750628dca91091ad0fd0fb478ee6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে গর্ভবতী নারীদের সতর্কতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/01/1463727" target="_blank"> </a></div> </div> <p>২. ঠোঁট ফাটার সমস্যা দূর করতে মাখন বেশ কাজে দেয়। সময় পেলে ঠোঁটে মাখন মাখতে পারেন। আর যদি রক্ত পড়া বা জ্বালা-পোড়ার সমস্যা হয় সে ক্ষেত্রে মাখন হালকা গরম করে মাখলে আরাম পাওয়া যাবে।</p> <p>৩. চেষ্টা করুন প্রতিদিন গোসলের আগে ঠোঁটে মধু মাখিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে। এতে ঠোঁটের নরমভাব ঠিক থাকবে।</p> <p>৪. রাতে ঘুমানোর আগে ঠোঁটে দুধের সর মাখতে পারেন। এটি ঠোঁট ফাটা দূর করবে।</p> <p>৫. ত্বকের সুস্থতায় অ্যালোভেরা বরাবরই বেশ জনপ্রিয়। ঠোঁটের যত্নেও এটি বেশ উপকারী। অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়ে সেটি ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট মোলায়েম ও ফাটা নিমেষে দূর হবে।</p> <p>৬. শীত এলে প্রায় সবার ঘরে অলিভ অয়েল থাকে। এটি আপনার শরীরের ত্বকের মতো ঠোঁট ফাটা দূর করতেও কাজে দেবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতের দিনে পোষা প্রাণীর যত্ন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735816069-9214f46bf66dd01dfa6748121ca8426b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতের দিনে পোষা প্রাণীর যত্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/02/1464128" target="_blank"> </a></div> </div> <p>৭. ঘি ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘ই’ ও ‘কে’ সরবরাহ করে। দিনের যেকোনো সময় ঠোঁটে ঘি দিয়ে মালিশ করলে শুষ্কতা দূর হবে।</p>