<p>মানব দেহের অন্যান্য অংশের তুলনায় পায়ের গোড়ালির ত্বক অনেক শক্ত। আর শীতের শুষ্কতা ও ধুলাবালির প্রকোপে গোড়ালি আরো শক্ত হয়ে যায়। ফলে, পা ফাটার সমস্যা শুরু হয়।</p> <p>তবে, শুধু শীতকাল নয়, অন্যান্য কারণেও পা ফাটতে পারে। কী কী কারণে এ সমস্যা হয়, চলুন জেনে নেওয়া যাক।</p> <p><strong>ভিটামিনের অভাব</strong></p> <p>পা ফাটার অন্যতম কারণ ভিটামিনের অভাব। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিটামিনগুলোর অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে রান্না করুন ফুলকপির রোস্ট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735894015-e9dcec36446311869a74f1241405dda2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে রান্না করুন ফুলকপির রোস্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/03/1464456" target="_blank"> </a></div> </div> <p><strong>পানিশূন্যতা</strong></p> <p>পানিশূন্যতা পা ফাটার আরো একটি বড় কারণ। পরিবেশের আর্দ্রতা কম থাকা, কম পানি পান করা কিংবা শুষ্ক পরিবেশে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চামড়া শুকিয়ে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে।</p> <p><strong>একজিমা রোগ</strong></p> <p>একজিমা এমন এক ধরনের ত্বকের রোগ, যার প্রভাবে ফাটতে পারে পা। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। সারা দেহের যে কোনো স্থানেই এই রোগ হতে পারে। তবে এই রোগের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত নন বিশেষজ্ঞরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735890818-03d5c6705e07d336490f1c78b3aff8a6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/03/1464439" target="_blank"> </a></div> </div> <p><strong>সোরিয়াসিস রোগ</strong></p> <p>সোরিয়াসিস রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। তবে ক্ষেত্রবিশেষে এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও। তবে এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ীভাবে হয়।</p> <p>এ ছাড়া থাইরয়েডে সমস্যা, অতিরিক্ত ওজন, ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে পা ফাটতে পারে। এসব সমস্যার ফলে অনেক সময় পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়ে গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পায়ের গোড়ালি ফাটা রোধ করবেন যে উপায়ে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732034189-e7f19dd78e70c49dfcc8de56dd6b22fe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পায়ের গোড়ালি ফাটা রোধ করবেন যে উপায়ে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/19/1448459" target="_blank"> </a></div> </div> <p>সাধারণত যখন জলবায়ুর শুষ্কতার ফলে পায়ের গোড়ালির চামড়া ফেটে যায় তখন ঘরোয়া উপায়েই তার নিরাময় সম্ভব। কিন্তু সমস্যা যদি গভীর হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষত যদি এই সমস্যা দীর্ঘদিন স্থায়ী হয় বা রোগীর যদি ডায়াবেটিস জাতীয় সমস্যা থাকে, তবে ঝুঁকি নেওয়া ঠিক নয়।</p>