<p>এই শীতে বাজার ছেয়ে আছে মুলায়। শীতের মৌসুমে মুলার বিভিন্ন তরকারি, টক থেকে শুরু করে কাঁচা মুলা খাওয়ার মজাই আলাদা। গ্রাম বাংলায় সকালে মুলাবাটা দিয়ে মুড়ি খান অনেকেই। শুধু স্বাদেই তোফা নয়, এই মুলার রয়েছে হাজার স্বাস্থ্যগুণ, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।</p> <p>শুধু মুলা নয়, মুলা শাকেরও রয়েছে হাজার পুষ্টিগুণ। মুলো পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও ফাইবার পাওয়া যায় যা শরীরে বিভিন্ন পুষ্টির যোগান দেয়। কিন্তু যারা এর উপকারিতা সম্পর্কে জানেন না, তারা মুলা পাতা ফেলে দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুরগির ডিম সাদা ও বাদামি হয় কেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736694925-b6f9a496a01ea8d9e1a476de32310b91.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুরগির ডিম সাদা ও বাদামি হয় কেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/12/1467932" target="_blank"> </a></div> </div> <p>মুলা পাতায় ফাইবার পাওয়া যায়, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট সংক্রান্ত অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে। ব্রণের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় মুলার শাক খেলে। এ ছাড়া ডায়াবেটিসের সমস্যা থাকলে প্রত্যেকদিন নিয়মিত একমাস এই পাতার শাক খেলে নিয়ন্ত্রণে চলে আসবে।</p> <p>পাশাপাশি আপনি মুলা খেতে পারেন প্রত্যেকদিনই, যে কোনো কারণেই। এই মুলা মারণ রোগ ক্যান্সার থেকেও রেহাই দেয়। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে মুক্তি দেয় মুলার শাক ও মুলো। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এই মুলা ও তার শাক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে হাত-পা উষ্ণ রাখবে যে মসলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736690147-2e13c9bfa51aac165c6f123b7fed2f32.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে হাত-পা উষ্ণ রাখবে যে মসলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/12/1467909" target="_blank"> </a></div> </div> <p>বিশেষজ্ঞদের মতে, মুলা কাঁচা খেলেও শরীরের অনেক উপকার মিলবে। সেদ্ধ করে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। তবে মুলা খাবার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।</p> <p>সূত্র : নিউজ ১৮</p>