প্রতিদিন আচার খেলে কী হয়?

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
প্রতিদিন আচার খেলে কী হয়?
সংগৃহীত ছবি

ডাল-ভাতের সঙ্গে আচার বাঙালির প্রিয়। গরমের সময়ে প্রতিদিন আচার খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। 

চলুন জেনে নিই আচার খাওয়ার অতিরিক্ত ক্ষতিগুলো কী কী।

অতিরিক্ত লবণ
আমরা জানি বেশি লবণ শরীরের জন্য ক্ষতিকর।

আচার টক-মিষ্টি হওয়ার কারণে এতে লবণের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত লবণ শরীরে হাইপারটেনশন ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। 

অতিরিক্ত তেল
আচার বেশিদিন টিকিয়ে রাখার জন্য এতে তেল বেশি মেশানো হয়। বিশেষত ঝাল আচারে তেলের আধিক্য মুখরোচক মনে হয়।

তবে এই তেল শরীরে কোলেস্টেরল বাড়াতে পারে, যা একাধিক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।

গ্যাস্ট্রিক ক্যান্সার
কিছু গবেষণায় বলা হয়েছে, বেশি পরিমাণে আচার খেলে গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকি বাড়ে। যদিও এটি এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি। তবে আচার খাওয়ার ফলে খাদ্যনালি সম্পর্কিত ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।

তবে সঠিক পরিমাণে আচার খেলে উপকারিতা আছে। সপ্তাহে এক বা দুই দিন অল্প পরিমাণে আচার খাওয়া ভালো। এটি পাচনতন্ত্রকে সহায়তা করে এবং পেটে ঘা হওয়ার ঝুঁকি কমায়। তবে মনে রাখতে হবে, সপ্তাহে এর চেয়ে বেশি না খাওয়া ভালো।

সূত্র : আজতাক বাংলা

মন্তব্য

সম্পর্কিত খবর

চুলের যত্নে সরিষার তেল

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
চুলের যত্নে সরিষার তেল
সংগৃহীত ছবি

মাছ বা মাংসে রেসিপিতে সরিষার তেল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক মজাদার হয়। সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ ও স্বাদ অনেকের প্রিয়।  
রান্নার পাশাপাশি চুলের যত্নেও সরিষার তেল উপকারী। এ তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি ও কে।

যা চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে। বাইরের ধুলাবালির কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়। সরিষার তেলের সঠিক ব্যবহারে চুলের অনেক সমস্যার সমাধান সম্ভব।

সরিষার তেল ও কারিপাতা
আধা কাপ সরিষার তেলের সঙ্গে কয়েকটি কারিপাতা ফুটিয়ে নিন।

তেল ঠাণ্ডা হলে এটি মাথার ত্বক এবং চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন। সপ্তাহে ৩ দিন এই তেল ব্যবহার করলে চুলের গোড়া শক্তিশালী হয়ে চুল ঘন, কালো ও লম্বা হবে।

সরিষার তেল ও আমলকি
সরিষার তেলের সঙ্গে ২ চা চামচ আমলকির পাউডার মিশিয়ে মাথায় মাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে চুলে লাগিয়ে রাখুন।

সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে চুলের ঘনত্ব বাড়বে এবং পাকা চুলের সমস্যাও কমে যাবে।

সরিষার তেল ও নারকেলের দুধ
দুই চামচ সরিষার তেলের সঙ্গে কয়েক চামচ নারকেল দুধ মিশিয়ে চুলে ভালো করে মালিশ করুন। এই মিশ্রণ মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল নরম ও ঝলমলে করবে।

সূত্র : এই সময়

প্রাসঙ্গিক
মন্তব্য

গোলাকার পিৎজার বাক্স চারকোনা কেন হয়?

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
গোলাকার পিৎজার বাক্স চারকোনা কেন হয়?
সংগৃহীত ছবি

বেশ কিছু বছর ধরে পিৎজা আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে অনেক ধরনের পিৎজা পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন কেন গোলাকার পিৎজা পাওয়া যায় চারকোনা বাক্সে? 

চলুন জেনে নেওয়া যাক।  

সাধারণত পিৎজার বাক্স তৈরি করতে পিচবোর্ড কেটে গোল আকৃতি দেওয়া তুলনামূলকভাবে বেশি খরচসাপেক্ষ।

এর বদলে বর্গাকার বা চারকোনা আকারের বাক্স তৈরি করা অনেক কম খরচে হয়। সময়ও কম লাগে। 

আরেকটি কারণ হলো, গোলাকার বাক্স হোম ডেলিভারির জন্য সমস্যা তৈরি করতে পারে। পিৎজা ডেলিভারি করতে যেসব বাক্স বা ব্যাগ ব্যবহার করা হয়, তার মধ্যে চারকোনা বাক্স রাখা সুবিধাজনক।

অন্যদিকে দোকানে পিৎজার বাক্স সঠিকভাবে রাখতে চারকোনা বাক্স সুবিধাজনক। কারণ এটিকে সহজে রাখা যায় এবং জায়গা সাশ্রয় করে।

সূত্র : টিভি নাইন বাংলা

মন্তব্য

উচ্চ রক্তচাপ বাড়ায় যে খাবারগুলো

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
উচ্চ রক্তচাপ বাড়ায় যে খাবারগুলো
সংগৃহীত ছবি

খারাপ জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে আজকাল মানুষ নানা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। যার মধ্যে একটি হল উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের নানা কারণ থাকতে পারে। তবে অত্যধিক মানসিক চাপ ও কম শারীরিক পরিশ্রমই এর মূল কারণ।

উচ্চ রক্তচাপ হৃদরোগের কারণ হতে পারে। যদিও উচ্চ রক্তচাপ নিরাময়ের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আপনি সহজেই এটি নিয়ন্ত্রণ করতে পারেন। 

চলুন জেনে নেওয়া উচ্চ রক্তচাপে কোন খাবারগুলো আপনার এড়িয়ে যাওয়া উচিত। 

লবণ
রক্তচাপ বেশি হলে লবণ পরিহার করা উচিত বা কম পরিমাণে খাওয়া উচিত।

বিশেষ করে কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকা ভালো। কারণ এটি রক্তচাপ বাড়াতে পারে। ডাল, সবজি, স্যুপ ইত্যাদিতে অতিরিক্ত লবণ না ব্যবহার করাই ভাল। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
 

কফি
যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের কফি পানের পরিমাণ কমানো উচিত। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত কফি পান রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। কফি বেশি খেলে, রক্তচাপ আরো বেড়ে যেতে পারে। তাই এটি সীমিত পরিমাণে পান করা উচিত।

ফাস্টফুড
উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, তাদের ফাস্ট ফুড পরিহার করা উচিত।

এই ধরনের খাবার দীর্ঘমেয়াদে রক্তচাপ বাড়াতে পারে। ফাস্টফুড হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বাড়িতে রান্না করা হালকা খাবার খান যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

অ্যালকোহল
উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য অ্যালকোহল খুবই ক্ষতিকর। অ্যালকোহলে প্রচুর ক্যালোরি থাকে যা রক্তচাপ বাড়াতে সহায়ক। তাই অ্যালকোহল পরিহার করা উচিত।

সূত্র : আজতাক বাংলা

মন্তব্য

কম তেল ও মসলায় মুরগির সহজ রেসিপি

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
কম তেল ও মসলায় মুরগির সহজ রেসিপি
সংগৃহীত ছবি

গরম বাড়ছে। এই সময় কম তেল ও মসলাযুক্ত খাবার খাওয়া শরীরের জন্য ভালো। পেটের স্বাস্থ্য বজায় রাখতে হলে কম মসলা দিয়ে খাবার তৈরি করা উচিত। 

অনেকেই ঝাল ঝাল করে মুরগি খেতে ভালোবাসেন।

তবে কম মসলাতেও মুরগি রান্না সুস্বাদু হতে পারে। যদি সঠিক উপকরণ ও রান্নার পদ্ধতি জানা থাকে। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :

৫০০ গ্রাম চিকেন,                                                                                                                                   

অর্ধেক পেঁয়াজ (কাটা) ও ১ চা চামচ পেঁয়াজ বাটা,                                                                                                 

১ চা চামচ আদা-রসুন বাটা,

১টি টমেটো (কুচি)                                                                                                   

হাফ কাপ টক দই,

৪-৫টি গোটা গোলমরিচ,

১ চা চামচ তেল,

পরিমাণমতো লবণ ও

পরিমাণমতো ধনেপাতা কুচি।

যেভাবে প্রস্তুত করবেন :

১। প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে নিন। চিকেন যদি ম্যারিনেট করা থাকে, তবে তা দ্রুত রান্না হবে এবং স্বাদও ভালো হবে। অর্ধেক পেঁয়াজ কুচি, ১ চামচ পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও টক দই দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন।

৪০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখলে রান্না ভালো হবে।

২। এরপর কড়াইয়ে অল্প তেল গরম করে এতে গোলমরিচের ফোড়ন দিন। এরপর এতে ম্যারিনেট করা চিকেন ঢেলে দিন এবং ভালোভাবে কশাতে থাকুন। টমেটো কুচি মিশিয়ে দিন।

৩। চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ৫ মিনিট পরে পানি দিয়ে মাংস কশাতে থাকুন। মাংস সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

৪। চুলা থেকে নামিয়ে ফেলুন। আপনার কম মসলা দিয়ে মুরগি রান্না প্রস্তুত। এটি ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন।

সূত্র : এই সময়

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ